E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাথরঘাটায় যুবদলের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১১

২০২২ আগস্ট ০৪ ১৫:৪০:২৯
পাথরঘাটায় যুবদলের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১১

পাথরঘাটা প্রতিনিধি : ধারাবাহিক লোডশেডিং, নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বেগম খালেদা জিয়াকে মুক্তি দাবি সহ ভোলায় বিএনপি'র দুই নেতাকে হত্যার প্রতিবাদে বরগুনার পাথরঘাটায় বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদলের শান্তিপূর্ণ মিছিল শেষে দলীয় কার্যালয় পথসভা করার সময় অতর্কিত হামলা চালায় উপজেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে পাথরঘাটা থানা সংলগ্ন উপজেলা বিএনপি অফিসের ঘটনা ঘটে। এতে যুবদলের ১০ নেতাকর্মী আহত হয়েছে।

আহত হলো আবুবকর সিদ্দিক মেছাল, সোহেল পহলান, গিয়াস মাহমুদ, সোয়ানুর রহমান সোহাগ, মামুন আহমেদ, রিয়াজ, সজল, বায়জিদ বোস্তামী, জসিম, ফোরকান, খাইরুল শরীফ, নান্টু মিয়া।

উপজেলা যুবদলের নেতা আবুবকর ছিদ্দিক মেছাল জানান, দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরাও পাথরঘাটায় শান্তিপূর্ণ কর্মসূচি পালন করি। এতে কোন ধরনের উস্কানি ছাড়াই আমাদের উপরে ছাত্রলীগের নেতা-কর্মীরা আতর্কিত হামলা চালায়।

এবিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়ালিদ মক্কী জানান শহরের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যুবদলের মিছিলকারীদের দলীয় কার্যালয়ের ভিতরে ঢুকে সমাবেশ করতে বলা হয়। এসময় তারা ভিতরে যেতে না চাইলে হাতাহাতির ঘটনা ঘটে। তবে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমদ সুজন জানান, প্রধানমন্ত্রীর সম্পর্কে কটুক্তিমূলক বক্তব্য দেয়ায় আমরা বাঁধা দিয়েছি।

পাথরঘাটা থানার উপপরিদর্শক (এস.আই) শহিদুল ইসলাম বলেন, ঘটনার সময় উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শহরের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(এটি/এসপি/আগস্ট ০৪, ২০২২)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test