E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

নীলফামারীতে পুলিশ বেস্টনীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

২০২২ আগস্ট ০৭ ১৪:৫০:৪৫
নীলফামারীতে পুলিশ বেস্টনীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে পুলিশের বেস্টনীতে বিএনপির নেতা-কর্মীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশে বিএনপির নেতা-কর্মীদের রাস্তায় উঠতে দেয়নি পুলিশ। পুলিশের বাঁধা পেয়ে দলীয় কার্যালয়ের সামনেই সমাবেশ করে জেলা বিএনপির নেতা-কর্মীরা। 

সারাদেশে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বিএনপি ঘোষিত ভোলা জেলায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে জেলা সেচ্চাসেবক দলের নেতা আব্দুর রহিম মতবর ও ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূর আলমকে হত্যার প্রতিবাদে নীলফামারী জেলা কৃষকদলের

জেলা শাখার আহবায়ক মগনি মোঃ মাসুদুর আলম দুলালের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি মোঃ আলমগীর সরকার। সমাবেশে বক্তব্য রাখেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট রীনা পারভীন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহুরুল আলম, জেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ ওয়ালিউর রহমান হেলাল প্রমুখ।

সকাল থেকেই বিপুল সংখ্যক পুলিশ জেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নেয়। জেলা বিএনপির কার্যালয়ের বাইরে নেতা-কর্মীদের অগ্রসর হতে পুলিশ সদস্যরা বাঁধা দেয়। পুলিশের বাঁধা পেয়ে সেখানেই সমাবেশ করে দলটি। তীব্র তাপদাহের জন্য সমাবেশ সংক্ষিপ্ত করা হয়েছে।

(ওকে/এসপি/আগস্ট ০৭, ২০২২)

পাঠকের মতামত:

২৬ সেপ্টেম্বর ২০২২

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test