E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

নগরকান্দা প্রাণীসম্পদ কর্মকর্তার বদলী জনিত বিদায় সংবর্ধনা

২০২২ আগস্ট ০৭ ১৭:৩১:১৮
নগরকান্দা প্রাণীসম্পদ কর্মকর্তার বদলী জনিত বিদায় সংবর্ধনা

প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুর নগরকান্দা উপজেলার প্রানীসম্পাদ ও ভেটেরিনারি হসপিটাল কর্তৃক আয়োজিত উপজেলা প্রানীসম্পাদ অফিসের ট্রেনিং সেন্টার রুমে আজ (৭ আগষ্ট) রোজ রবিবার সকাল ১১টায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: জাকিরুল ফরিদ কে  বদলি জনিত কারনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে হয়েছে।

অনুষ্ঠানটি প্রথমেই গীতা পাঠ ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতি পাওয়া পরিচালক ও সাবেক ফরিদপুর জেলা প্রানীসম্পাদ কর্মকর্তা ডা: নুরুল্লাহ মোঃ আহসান, সদরপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুদেব কুমার দাস, অনুষ্ঠানটি সঞ্চালনা ও উপস্থাপনা করেন প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা: ফুয়াদ সরকার,আরো উপস্থিত ছিলেন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সম্প্রসারণ মোঃ দাউদুর রহমান (দাউদ)এল এফ এ,এআই কর্মী ,এলএসপি ফিরোজ আলম, এনায়েত হোসেন, সাগর সরকার, প্রসেনজিৎ বিশ্বাস, অফিসের সকল স্টাফ, পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জালাল সরদার, সহ বিভিন্ন ফার্মাসিটিক্যাল কম্পানির প্রতিনিধি গন এসময় উপস্থিত ছিলেন। পরে সংবর্ধনা স্বরূপ অফিসের স্টাফদের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তার হাতে ক্রেস্ট তুলে দেন।

(পিবি/এসপি/আগস্ট ০৭, ২০২২)

পাঠকের মতামত:

০৭ অক্টোবর ২০২২

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test