E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়াইগ্রামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী পালন

২০২২ আগস্ট ০৮ ১৮:২৬:৩১
বড়াইগ্রামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী পালন

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামের বিভিন্ন স্থানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। 

এর উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুমে ইউএনও মোছা. মারিয়াম খাতুনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এরপর বনপাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারী মহিলা কলেজের উদ্যোগে কলেজের সম্মেলন কক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও এতিমদের মধ্যে উন্নত খাবার পরিবেশন করা হয়। অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস, বিশেষ অতিথি হিসেবে বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু সহ আ’লীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, বনপাড়া পৌর যুব লীগ, পৌর ছাত্রলীগ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে স্ব স্ব কার্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মবার্ষিকী পালিত হয়েছে।

(এডিকে/এসপি/আগস্ট ০৮, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test