E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গমাতা মুজিবের জন্মবার্ষিকীতে তানিমের উদ্যোগে দোয়া মাহফিল ও উপহার বিতরণ

২০২২ আগস্ট ০৯ ০১:০৫:৫৪
বঙ্গমাতা মুজিবের জন্মবার্ষিকীতে তানিমের উদ্যোগে দোয়া মাহফিল ও উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও সুবিধা বঞ্চিত মায়েদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।

সোমবার (৮ আগস্ট) বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ কক্সবাজার জেলার সংগঠক সাবেক কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিমের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুিষ্ঠত হয়। পাশাপাশি একই সমেয় অর্ধশতাধিক সুবিধা বঞ্চিত মায়েদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকালে মোরশেদ হোসাইন তানিম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সবচেয়ে বেশি যিনি অনুপ্রেরণা, সাহস যুগিয়েছেন, সংকটে পাশে থেকে সারা জীবন যিনি সহযোগিতা করেছিলেন এবং পশ্চিম পাকিস্তানিদের মিথ্যা মামলায় বঙ্গবন্ধু জীবনের বেশীর ভাগ সময় কারাগারে যাপন করেছেন। এসময় সন্তানদেরকে বাবার অপূর্ণতা বুঝতে দেয়নি, বাড়ীর বাজারের টাকা জমিয়ে জাতির পিতাকে রাজনীতি করতে সহায়তা করেছেন, সে মহীয়সী নারী বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আজ জন্মদিন। আজকের এই দিনে উনার প্রতি গভীর শ্রদ্ধা এবং তাঁহার আদর্শকে আমাদেরকে ধারণ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা ইয়াকুব আলী ইমন, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল লতিফ, সাবেক ছাত্রনেতা এ আর মোবারক হোছেন, হেদায়েত উল্লাহ বাবুল, মিজানুর রহমান, সাবেক ছাত্রনেতা নুরুল আজিম, সোহেল রানা, সাবেক ছাত্রনেতা আয়ুব উল ইসলাম রনি, শেখ রাসেল এর নেত্রী বাধন সরকার, মুনতাসীর ওয়ালিদ, তাহসিন হাসান, মিনহাজুল ইসলাম সোহাগ, তৌহিদুল ইসলাম প্রমুখ।

কর্মসূচির শুরুতে দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন সুফিয়া মসজিদের সহকারি পেশ ঈমাম হাফেজ জাহেদ হোসাইন।

(জেজে/এএস/আগস্ট ০৯, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test