E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালকের বিরুদ্ধে তদন্ত শুরু

২০২২ আগস্ট ০৯ ১৬:০১:০১
সাতক্ষীরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালকের বিরুদ্ধে তদন্ত শুরু

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও বদলি বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগে সাতক্ষীরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক রওশনআরা জামানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। সোমবার বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত তদন্ত চলে। তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন খুলনা বিভাগীয় পরিবার পরিকল্পনা অফিসের পরিচালক হাবিবুল হক খান। তবে তদন্তের বিষয়ে কোন মন্তব্য করেননি কমিটির প্রধান।

খুলনা বিভাগীয় অফিসে অভিযোগকারী সাতক্ষীরা জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সচেতন নাগরিক কমিটির সভাপতি মফিজুল ইসলাম জানান, রওশন আরা জামান দীর্ঘদিন সাতক্ষীরায় কর্মরত রয়েছেন। অফিসের যন্ত্রাংশ ক্রয়ের নামে তিনি লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তিনি ইচ্ছে মত অফিস করেন। তাছাড়া বদলি বানিজ্য করে লাখ লাখ টাকা উপার্জন করেছেন। এসব অভিযোগের ভিত্তিতে সোমবার তদন্ত হয়েছে।

এ বিষয়ে সাতক্ষীরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক রওশনআরা জামান জানান,তদন্ত চলাকালিন সাংবাদিকদের নিকট কোন মন্তব্য করবনা।

(আরকে/এসপি/আগস্ট ০৯, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test