E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

রাঙামাটিতে জাতীয় শোক দিবস পালন

২০২২ আগস্ট ১৬ ১৬:৪৭:১১
রাঙামাটিতে জাতীয় শোক দিবস পালন

রিপন মারমা, রাঙামাটি : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটি কাপ্তাইয়ে নানান কর্মসূচি পালন করা হয়েছে। 

সোমবার (১৫ আগস্ট)সকাল সাড়ে ৩ টায় কাপ্তাইয়ে আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্যা অর্পন,র‍্যালী ও এক আলোচনা সভা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিলের সঞ্চালনায় কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি থোয়াইচিং মং মারমা সভাপতিত্বে'র শোক দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য, কাপ্তাই উপজেলা আঃলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী।

এসময় আরোও বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার, আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, বিদর্শন বড়ুয়া, কাজী মাকসুদুর রহমান বাবুল, বিএল তনচংগ্যা, যুগ্ম সম্পাদক আবদুল ওহাব, সাবেক জেলা পরিষদ সদস্য শান্তনা চাকমা, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন সম্পাদক ধনা তনচংঙ্গ্যাসহ আরো অনেকে।

অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে'র বলেন, সকল আপামর জনসাধারণের দীর্ঘ প্রচেষ্টা মাধ্যমে ৯ মাস পর ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশের লাল সূর্য অর্জন করেছি । ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেই ক্ষান্ত হননি বরং তাঁর নীতি, আদর্শ তথা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত করার হীন ষড়যন্ত্রে লিপ্ত হন, কিন্তু এ দেশের সাধারণ মানুষ ঘাতকদের সেই ঘৃণিত ষড়যন্ত্রকে রুখে দিয়ে বঙ্গবন্ধুকে বাঙালী জাতির পিতার আসনে অধিষ্ঠিত করেছেন।জাতির জনক বঙ্গবন্ধু'কে বাংলাদেশের মানুষ স্মরণ রাখতে শ্রদ্ধাভরে এই জাতীয় শোক দিবসের আয়োজন করা হয় প্রতিবছর।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকলের অন্তরে আজীবন শ্রদ্ধার পাত্র হয়ে থাকবে ।

অনুষ্ঠান শেষে এইসময় আওয়ামী লীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিতিতে মাধ্যমে আওয়ামী লীগের পক্ষ হতে তবারক বিতরণ করা হয়। এর আগের কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে নানা শ্রেণী পেশার মানুষ এই মহামানবকে শ্রদ্ধা নিবেদন করেন। এই সময় কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন , চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী সরকারি দপ্তরের প্রধানগণ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, সংস্কৃতিকর্মী সহ নানা শ্রেণী পেশার লোকজন উপস্হিত ছিলেন। বিভিন্ন সামাজিক সংগঠনসমূহ তাদের স্ব স্ব প্রধানের নেতৃর্ত্বে র‌্যালিযোগে এসে পরম শ্রদ্ধার সহিত পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ঝুলন দত্তের সঞ্চালনায় দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর সভাপতিত্বে এইসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক।

অনু্ষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা পৃথীবির বুকে একটি লাল সবুজের পতাকা পেতাম না, অথচ সেই মহান নেতাকে ঘাতকরা ১৫ আগস্ট ভোরে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করে। বক্তারা আরোও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ পৃথিবীর বুঁকে মাথা উচুঁ করে দাঁড়িয়েছেন। কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন দপ্তরের আয়োজনে ৪০ জন যুব ও যুব মহিলাদের মাঝে ৪ লাখ ৮০ হাজার টাকা মাঝে ঋণ বিতরণ করা হয়। পরিশেষে বলেন বাংলার মানুষ যতদিন বেঁচে থাকবে এদেশে ,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকলের অন্তরে আজীবন শ্রদ্ধার পাত্র হয়ে থাকবে । এ সময় জাতির পিতাসহ ১৫ আগস্টের শহীদদের স্মরণে মাগফেরাত কামনা দোয়া মাহফিল করা হয়।

(আরএম/এসপি/আগস্ট ১৬, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test