E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়াইগ্রামে সেনাবাহিনী নির্মিত আশ্রয়ণের ঘর হস্তান্তর

২০২২ আগস্ট ১৬ ১৬:৪৯:১০
বড়াইগ্রামে সেনাবাহিনী নির্মিত আশ্রয়ণের ঘর হস্তান্তর

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে সামরিক প্রশাসন কর্তৃক নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ইউনিট বিশিষ্ট ১০টি সেমিপাকা ঘর বেসামরিক প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা জোয়াড়ি ইউনিয়নের শ্রীখন্ডি এলাকায় নির্মিত এ ঘরগুলো উপজেলা নির্বাহী অফিসার মোছা. মারিয়াম খাতুনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন বাংলাদেশ সেনাবাহিনীর জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট এর মেজর মো. মঈন, পিএসসি,জি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. বোরহানউদ্দিন মিঠু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, জোয়াড়ি ইউপি চেয়ারম্যান চাঁদ মোহাম্মদ, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, সাধারণ সম্পাদক পিকেএম আব্দুল বারী সহ সেনা সদস্যগণ ও স্থানীয় সুধীজন।

মুজিব বর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন চলতি বছর বড়াইগ্রামের পৃথক দুই ইউনিয়নে দুইটি ব্যারাক হাউজ নির্মাণ করে ইউনিট বিশিষ্ট মোট ২০টি সেমিপাকা ঘর জমিসহ উপজেলা প্রশাসনের মাধ্যমে ভ‚মিহীনদের হস্তান্তর করেন।

(এডিকে/এসপি/আগস্ট ১৬, ২০২২)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test