E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সীতাকুণ্ডের চার কৃতি সন্তানের শোকসভা অনুষ্ঠিত

২০১৪ অক্টোবর ০৮ ১৫:৩৮:০৯
সীতাকুণ্ডের চার কৃতি সন্তানের শোকসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম : ৭অক্টোবর বিকেল ৪টায়  সীতাকুণ্ড পৌরসভাস্হ এল কে সিদ্দিকী স্কয়ারে সীতাকুন্ডের চার কৃতি সন্তান সাবেক মন্ত্রি এল কে সিদ্দিকী, বিশিষ্ট ব্যাংকার ও শিল্পপতি এম এ আজিম চৌধুরী , সাবেক প্রধান বন সংরক্ষক এ এম এম নুরুল আলম ও বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যাপক হিরনময় চক্রবর্তীর শোকসভা অনুষ্টিত হয়।।

সীতাকুন্ড সমিতির সভাপতি এনামুল আজিজ চৌধুরী লিটনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে কোরান তেলোয়াত করেন হাজী মহিউদ্দিন, গীতা পাঠ করেন সন্তোষ চৌধুরী ।

বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের মারকেটিং বিভাগের প্রফেসর ড.মোহম্মদ সোলায়মান, হৃদরোগ বিষেজ্ঞ ডা. রেজাউল করিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রফেসর এ কে এম তফাজ্জল হক, অধ্যক্ষ সুনীল বন্ধু নাথ, অধ্যক্ষ আফাজ উদ্দিন, অধ্যক্ষ নজির আহমদ, অধ্যক্ষ জরিনা আখতার, অধ্যাপক আবদুল আলী, নুরুল মোস্তফা কামাল চৌধুরী.দিদারুল ইসলাম মাহমুদ চৌধুরী, মিডল্যান্ড ব্যাংকের পরিচালক মাস্টার আবুল কাশেম, ইঞ্জিনিয়ার আজিজুল হক, এড.ভবতোষ নাথ, আ ম ম দিলসাদ, এড.মোস্তফা নূর, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি ফোরকান আবু, বাড়বকুণ্ড ইউ.পি চেয়ারম্যান ছাদাকাত উল্যাহ, মশিউর রহমান খান, ইপসার সভাপতি শামসুদ্দিন ভুইয়া তুতুল, মালিক ফেরদৌস চৌধুরী, সীতাকুণ্ড ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্য, অধ্যাপক হিরনময় চক্রবর্তীর সহধর্মীনি স্বপ্না ভট্টাচার্য, সীতাকুন্ড মুক্তিযোদ্ধা সংসদ কমাণ্ডার আলিম উল্যা, এ.কে এম মসি উদ্-দৌলাহ, মো. শরীফ প্রমুখ।
সভায় বক্তাগণ সীতাকুন্ডের চার কৃতি সন্তানের দেশ, জাতি, সমাজ এবং বিশেষ করে সীতাকুণ্ডবাসীর প্রতি তাদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

(ওএস/জেএ/অক্টোবর ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test