E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর বর্নাঢ্য শোভাযাত্রা 

২০২২ আগস্ট ১৯ ১৫:৫৪:০৬
আগৈলঝাড়ায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর বর্নাঢ্য শোভাযাত্রা 

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় বর্ণাঢ্য আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রী কৃষ্ণের জন্ম তিথি শুভ জন্মঅষ্টমীতে বর্নাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা, মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে।

উপজেলা পুজা উদযাপন পরিষদের আয়োজনে উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন এলাকা ও মন্দির থেকে আগত বিভিন্ন বয়সী হাজার হাজার শিশু-নারী-পুরুষ ও পূন্যার্থী ও ভক্তবৃন্দরা শুক্রবার সকাল সাড়ে দশটায় ভগবান শ্রী কৃষ্ণর নির্মিত প্রতিকৃতি মাথায় নিয়ে, বিভিন্ন সাজসজ্জায় সজ্জিত হয়ে বাদ্য-বাজনা বাজিয়ে, উলুধ্বনী দিয়ে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা অংশ গ্রহন করেন।

শোভাযাত্রা উপজেলা সদরের কেন্দ্রীয় কালী মন্দির থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা বিদ্যালয় মাঠে শেষ হয়। ‘‘ধর্ম যার যার, উৎসব সবার” এই শ্লোগানকে ধারণ করে সাম্প্রদায়িক সম্প্রতির অনন্য উদাহরণ হিসেবে শ্রী মতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয় হল রুমে উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব ও মানব কল্যাণে তাঁর কর্মময় জীবন নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, ইসকন মন্দিরের সভাপতি অমল অধকিারী, অধ্যক্ষ (অবঃ)রনজিত বাড়ৈ খোকন, ডা. অমূল্য রতন বাড়ৈ, জগদীশ ভক্ত।

অন্যান্যদের মধ্যে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইন্সপেক্টর (তদন্ত) মো. মাজহারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, আওয়ামী লীগ নেতা ফরহাদ তালুকদার, প্রদীপ কুমার লাহেড়ী উজ্জলসহ প্রমুখ নেতৃবৃন্দ।

এদিকে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে শ্রী কৃষ্ণের পুজা অর্চণা, উপবাস, ভোগরাগ নিবেদন, নাম সংকীর্তন, প্রসাদ বিতরণের মধ্য দিয়ে ভগবান শ্রী কৃষ্ণের জন্ম তিথী অষ্টমী পালন করেছে।

সকল ধর্ম ও বর্ণের লোকজনের অংশ গ্রহনে ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্ম অষ্ঠমীর উৎসব নতুন এক অ-সাম্প্রদায়িক মিলন মেলায় পরিনেত হয়েছে। যা মানব ধর্মেন উৎকৃস্ট উদাহরণ হিসেবে সবার মনে জায়গা করে নিয়েছে। এছড়াও বিভিন্ন বাড়ির মন্দিরসহ সার্বজনীন মন্দিরগুলোতে নারী পুরুষেরা উপবাস থেকে প্রভুর নিত্য পুজাচর্ণা, ভোগরাত ও সংকীর্তন ও প্রদাদবিতরন করার খবর পাওয়া গেছে।

(টিবি/এসপি/আগস্ট ১৯, ২০২২)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test