E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘যখন কংশ রাজের অন্যায় অত্যাচার বৃদ্ধি পেয়েছিল তখন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল’

২০২২ আগস্ট ১৯ ১৬:০৫:২৪
‘যখন কংশ রাজের অন্যায় অত্যাচার বৃদ্ধি পেয়েছিল তখন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল’

নওগাঁ প্রতিনিধি : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, ‘যখন কংশরাজের অন্যায় অত্যাচার বৃদ্ধি পেয়েছিল, ঠিক সে সময় ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল।  আবার অবতারদের আগমনে সে অত্যাচারীদের পতনও হয়। অত্যাচারীদের বিনাশ করেছিল। কংশরাজ জানতেন, তার নিকট আত্মীয় বা ভগ্নিরগর্ভে যে পুত্র সন্তান জন্ম নিবে (ভাগ্নে) সে তাকে ধ্বংশ করবে। তাই বোন দেবকি ও তার স্বামীকে কংশরাজ মথুরার কারাগারে বন্দি করে রেখেছিলেন। তাদের বন্দি করে রাখার কারণে দেবকির ৭টি সন্তানকে কংশরাজ জন্মের পরেই হত্যা করে। অষ্টম গর্ভের সন্তান এই ভগবান শ্রীকৃষ্ণ। তিনিই ধ্বংশ করেছিলেন কংশরাজকে। প্রতিষ্ঠা করেছিলেন শান্তি।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় নওগাঁ কালিতলা শ্রীশ্রী বুড়া কালিমাতার পূজা মন্ডপ প্রাঙ্গনে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মষ্টমী উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভায় ঢাকা থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি হিসাবে তিনি উদ্বোধন করেন। প্রধান অতিথি জন্মাষ্টমী উপলক্ষে সকল সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি এ্যাডভোকেট পীযুষ কুমার সরকার। বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক বিভাস মজুমদার গোপাল ,প্রতাপ কুমার সরকার , পিযুষ কান্তি সরকার, মাধব চন্দ্র কর্মকার প্রমুখ। জেলা পূজা উদযাপন পরিষদ ছাড়াও বিশাল এই শোভাযাত্রায় নওগাঁ সেবাশ্রম সংঘ, সনাতন বিদ্যাপিঠ, ইসকন, আখড়া বাড়িসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের সহস্রাধিক ভক্তবৃন্দ অংশ গ্রহন করেন।

শোভাযাত্রাটি কালিতলা মন্দির থেকে শুরু হয়ে কাঠহাটি, ডাবপট্টি ওষুধপট্টি, কেডির মোড়, মুক্তির মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, তরকারী বাজার, মাংসহাটির মোড় হয়ে কালীতলা মন্দিরে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন জায়গা থেকে আসা সহস্রাধিক ভক্তবৃন্দ ঢাক-ঢোল ও নানা বাদ্যযন্ত্র সহ ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ গ্রহন করেন।

এছাড়া জেলার নিয়ামতপুর, সাপাহার, পোরশা, মান্দা, মহাদেবপুর, ধামইরহাট, রানীনগরসহ জেলার সকল উপজেলায় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে অনুরুপ কর্মসূচী পালিত হয়।

(এসবি/এসপি/আগস্ট ১৯, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test