E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাই-বোনের মৃত্যু

২০২২ আগস্ট ১৯ ১৬:৫০:০৮
যশোরে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাই-বোনের মৃত্যু

যশোর প্রতিনিধি : যশোরের শুক্রবার দুপুর ১২ টার দিকে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালো আপন দুই ভাইবোন। বাঘারপাড়া উপজেলার ভদ্রডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো ওই গ্রামের কবির হোসেনের ছেলে আবু হোসাইন আকাশ (১৩) ও জান্নাতুল নাইম সামিরা (০৫)। কবির হোসেন বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেন।

স্থানীয়সুত্রে জানা গেছে, বাড়ির ছাদে দুই ভাইবোন খেলা করতে গিয়ে ছাদের উপরে থাকা বৈদ্যুতিক তারে দুজন একসঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়। আবার ধারণা করা হচ্ছে ছাদে থাকা সাইনবোর্ড অনাকাঙ্খিত ভাবে বিদ্যুৎতায়িত হওয়াতে এই দূর্ঘটনা ঘটেছে। বেশ কিছু সময় ছেলে মেয়েকে দেখতে না পাওয়াতে কবির হোসেনের স্ত্রী বাচ্চাদের খোঁজাখুঁজি করতে করতে ছাদে গিয়ে ছেলেমেয়েকে পড়ে থাকতে দেখে চিৎকার দেন। এ সময় পাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে
দ্রুত যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।

জানতে চাইলে বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন বলেন, বিদ্যুৎ স্পৃষ্টে ভাইবোনের মৃত্যুর বিষয়টি সঠিক, মরদেহ যশোর সদর হাসপাতালে রয়েছে। সেখানে ময়না তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় এলাকাজুড়ে শোক বিরাজ করছে।

(এসএ/এসপি/আগস্ট ১৯, ২০২২)

পাঠকের মতামত:

২৬ সেপ্টেম্বর ২০২২

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test