E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৃত্যু বিষক্রিয়ায় হতে পারে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

২০২২ আগস্ট ১৯ ২৩:৩৮:৪৭
মৃত্যু বিষক্রিয়ায় হতে পারে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী : বৃহস্পতিবার গাছা থানার বড়বাড়ির বগারটেক জয়বাংলা রাস্তার পাশে নিজ প্রাইভেটকারের ভেতর থেকে এ কে এম জিয়াউর রহমান মামুন ও তার স্ত্রী মাহমুদা আক্তার জলির মরদেহ উদ্ধার হয়। 

শিক্ষক দম্পতির এমন রহস্যজনক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। তিনি প্রশাসনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই রহস্য উদঘাটন করতে দৃষ্টি আকর্ষণ করেন।

এদিকে শিক্ষক দম্পতির মৃত্যু রহস্য উদঘাটন করতে পরিক্ষার জন্য নমুনা ঢাকার সিআইডি ল্যাবে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. শাফি মোহাইমেন।

তিনি বলেন, 'ওই দম্পতির মরদেহের ফুসফুস ও কিডনিতে জমাটবাঁধা রক্তের উপস্থিতি পাওয়া গেছে। বিষক্রিয়া বা অন্য কোনো কারণেও তা হতে পারে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য ঢাকার সিআইডি ল্যাবে নমুনা পাঠানো হয়েছে।'

নিহতদের স্বজনদের দাবি, তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। জিয়াউর রহমান মামুন গাজীপুর মহানগরীর গাছা থানার কামারজুরি এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। মামুন গাজীপুরের টঙ্গীর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং তার স্ত্রী জলি টঙ্গী বাজার এলাকার আমজাদ আলী সরকার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন।

(জেজে/এসপি/আগস্ট ১৯, ২০২২)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test