E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে নীলফামারীতে মঙ্গল শোভাযাত্রা  

২০২২ আগস্ট ১৯ ২৩:৪৫:৩০
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে নীলফামারীতে মঙ্গল শোভাযাত্রা  

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে নীলফামারী শ্রী শ্রী আনন্দময়ী কালিমাতা মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা, মাঙ্গলিক প্রার্থনা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মন্দির কমিটির সভাপতি অক্ষয় কুমার রায়ের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ আজাহারুল ইসলাম, পুলিশ সুপার মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম জেলা আওয়ামী লীগের সভাপতি কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি খোকা রাম রায়, সাধারণ সম্পাদক মৃণাল কান্তি রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি উত্তম কুমার রায় বাদল, সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী প্রমুখ।

পরমেশ্বর শ্রীকৃষ্ন ভাদ্র মাসের অষ্টম তিথিতে জন্মগ্রহণ করেন। দ্বাপর যুগে কংসের কারাগারে তাঁর আবির্ভাব হয়। সনাতন ধর্মাবলম্বীরা এই জন্মাষ্টমী পালন করেন। আমাদের দেশেও আনন্দঘন পরিবেশে দিবসটি পালিত হয়ে আসছে।

হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি খোকা রাম রায় বলেন, সামনে নির্বাচন। এই নির্বাচনের আগে-পরে সংখ্যালঘুদের ওপর নানা রকম আশঙ্কা রয়েছে। আমাদের যে ধর্মীয় প্রতিষ্ঠান গুলো আছে, মন্দির গুলো আছে। এগুলো রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় পুলিশ সুপার মোঃ মোখলেছুর রহমান বলেন, ৩৩ হাজারের মতো পূজা মণ্ডপ হয়েছে সারা দেশে। নীলফামারী জেলাতেই মণ্ডপ হয়েছে ৯০০। এই জেলায় ২০০৫-২০০৬ সালে মণ্ডপ ছিল ৮৬টি। অর্থনৈতিক সমৃদ্ধি, পাশাপাশি কোথাও কোন কিছু হয়নি। এটি অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা এই জেলাকে শান্তির জেলা হিসেবে দাবি করতেই পারি।

আলোচনা সভা ও মাঙ্গলিক প্রার্থনা শেষে শ্রী শ্রী আনন্দময়ী কালিমাতা মন্দির থেকে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে আবার কালিমাতা মন্দিরে গিয়ে শেষ হয়।

(ওকে/এসপি/আগস্ট ১৯, ২০২২)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test