E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড় ভাইয়ের পরকীয়ার জেরে ছোট ভাইয়ের পরিবার অবরুদ্ধ!

২০২২ আগস্ট ২০ ১৮:২৪:০৫
বড় ভাইয়ের পরকীয়ার জেরে ছোট ভাইয়ের পরিবার অবরুদ্ধ!

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক আহম্মেদ জুয়েলের প্রথম স্ত্রী কুলসুম বেগম তিন সন্তান রেখে ঘর ছেড়েছে। গত এক সপ্তাহ আগে বাজারগোপালপুর এলাকার চিত্ত দত্তের চেলে বিপুল দত্তের হাত ধরে সে পালিয়েছেন। বিষয়টি জানাজানি হয়ে পড়লে এলাকায় হৈ চৈ পড়ে গেছে। সদর উপজেলার বাজার গোপালপুর এলাকার চায়ের দোকানে সাবেক চেয়ারম্যানের স্ত্রী অন্যের হাত ধরে চলে যাওয়ার বিষয় নিয়ে মুখরোচক আলোচনার হচ্ছে। তবে সাবেক চেয়ারম্যান ফারুক আহম্মেদ জুয়েল বলছেন কুলসুমকে তিন মাস আগে তিনি তালাক দিয়েছেন। এদিকে বিপুল দত্তের হাত ধরে কুলসুম পালিয়ে যাওয়ায় তার ছোট ভাইয়ের পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে এলাকাবাসী।

বাজারগোপালপুর গ্রামের আব্বাস আলী জানান, স্বর্ণ ব্যবসায়ী বিপুল দত্তের সাথে কুলসুম বেগমের বহুদিন থেকে পরকীয়া সম্পর্ক ছিল। শুনেছি গত ১৪ আগস্ট বিপুল দত্ত কুলসুম বেগমকে নিয়ে পালিয়ে গেছে। কুলসুম কোটাচাঁদপুর উপজেলার সারুটিয়া গ্রামের শাহজান আলীর মেয়ে। এদিকে বিপুল দত্তের অপরাধের কারণে ছোট ভাই বিকাশ দত্তের পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে এলাকাবাসী।

অবরুদ্ধ বিকাশ দত্তের স্ত্রী বেবী রানী জানান, গত এক সপ্তাহ ধরে পাড়ার লোকজন আমাদের সাথে কথা বলছে না, দোকানে বাজার করতে গেলে দোকানীরাও আমাদের কাছে কোনকিছু বিক্রি করছে না। এমনকি প্রতিদিন সন্ধ্যার পর কিছু লোকজন এসে আমাদের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করছে। আমি আমার নবজাতক সন্তানকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

বিষয়টি নিয়ে মধুহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক ফারুক হোসেন জুয়েল জানান, কুলসুমের সাথে গত তিনমাস আগে আমার ডিভোর্স হয়ে গেছে। এখন সে আমার স্ত্রী না। আমি আর বেশকিছু বলতে পারবো না। মধুহাটি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলতাফ আহমেদ জানান, বিষয়টি আমি লোকমুখে শুনেছি। এমন ঘটনা ঘটলে এলাকার জন্য লজ্জার বিষয়।

তিনি বলেন বিষয়টি নিয়ে মাতুব্বরদের সাথে আলাপ করে সমাধানের চেষ্টা করা যায় কিনা দেখছি। বাজারগোপালপুর পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা এসআই উত্তম কুমার জানান, চেয়ারম্যানের ডিভোর্সী স্ত্রী পালিয়ে গেছে বলে শুনেছি। তিনি বলেন, এক সম্প্রদায়ের মানুষ অন্য সম্প্রদায়ের মেয়েকে নিয়ে যাওয়া নিয়ে কিছুটা বিতর্ক হচ্ছে। তবে পরিস্থিতি যাতে ঘোলাটে না হয় পুলিশ সেদিকে নজর রাখছে।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, বিষয়টি আমি শুনেছি। আমি ওই পরিবারটির খোঁজ খবর নিয়ে নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা গ্রহণ করবো।

(একে/এসপি/আগস্ট ২০, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test