E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নীলফামারীতে এবি পার্টির নামে জামায়াতকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ

২০২২ আগস্ট ২১ ২১:০২:৪২
নীলফামারীতে এবি পার্টির নামে জামায়াতকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : নীলফামারীতে এবি পার্টির নামে জামায়াত -শিবিরকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ করা হয়েছে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ থেকে। ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে নীলফামারী পৌর আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে এই অভিযোগ করা হয়েছে। নীলফামারীতে শোকের মাস আগষ্টে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রবিবার বিকেলে পৌর আওয়ামী লীগের আয়োজিত বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করেছে। নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পৌর আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি বিরাট বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করেছে। বিকেলে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে আবার শহীদ মিনারে গিয়ে শেষ হয়।  এরপর এখানে পৌর আওয়ামী লীগের সভাপতি মশফিকুল ইসলাম রিন্টুর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক। এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন। এছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক সম্প্রতি নীলফামারীতে এবি পার্টির নামে সহিংসতার ঘটনায় অভিযুক্ত জামায়াতের নেতাকে নিয়ে এবি পার্টির কার্যালয়ের উদ্বোধন প্রসঙ্গে বলেন, যতই মানুষের কাছে সার্বজনীন হতে চান না কেন, বাংলার মানুষ সচেতন। যারা যে অবস্থায় জামায়াত শিবিরকে মদদ দিচ্ছেন, প্রশ্রয় দিচ্ছেন- জঙ্গলের জামায়াত শিবিরকে, রাতের অন্ধকারের জামায়াত শিবিরকে আলোয় নিয়ে আসার চেষ্টা করছেন, আপনাদের এই তৎপরতা সফল হবে না। যত জামায়াত রাজাকারকে আশ্রয় প্রশ্রয় দেন - এটা ফলপ্রসু হবে না। জনগণের কাছে কখনো বাহাবা পাবেন না। ধিকৃত হয়ে, কোণঠাসা হয়ে রাজনীতিতে থাকতে হবে।

(ওআরকে/এএস/আগস্ট ২১, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test