E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মধুহাটি ইউপি চেয়ারম্যানের অনিয়মের বিরুদ্ধে তদন্ত শুরু

২০২২ আগস্ট ২৩ ১৪:৫৫:১২
মধুহাটি ইউপি চেয়ারম্যানের অনিয়মের বিরুদ্ধে তদন্ত শুরু

ঝিনাইদহ প্রতিনিধি : ভিজিএফ কার্ডের সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগে ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেনের বিরুদ্ধে তদন্ত করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ঝিনাইদহ জেলা প্রশাসককে এই তদন্তের দায়িত্ব দিয়েছেন।

জানা গেছে মধুহাটি ইউনিয়নের ১নং ওয়ার্ডে ১৩০জন,৪নং ওয়ার্ডে ২৪০জন, ৬নং ওয়ার্ডে ১৬০জন, ৭নং ওয়ার্ডে ৯৫জন, ৯নং ওয়ার্ডে ২১০জন ও মহিলা সংরক্ষিত ৪,৫,৬ ওয়ার্ডে ৯০ জন সর্বমোট ৯২৫ জন অসহায়দের বরাদ্দের কার্ড থাকলেও চাল পাননি তারা। অবশেষে চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে চেয়ারম্যানের কুশপুত্তলিকা দাহ করেন ভুক্তভোগীরা। পরবর্তীতে স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর তারা একটি লিখিত অভিযোগ করেন। এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ এঘটনার তদন্ত শুরু করেছেন।

এ ব্যাপারে মধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন জানান, লোকমুখে আমি তদন্তের বিষয়টি শুনছি। তবে এখনও পর্যন্ত আমার কাছে কেউ তদন্তের জন্য আসেনি।

তদন্তের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে স্থানীয় সরকার বিভাগ ঝিনাইদহের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম জানান,তদন্ত চলমান রয়েছে। আশা করছি ভুক্তভোগীরা ন্যায় বিচার পাবেন।

(একে/এএস/আগস্ট ২৩, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test