E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জীবিত হতে লড়াই করছেন মৃত পেংকু!

২০২২ আগস্ট ২৪ ১৬:৩৬:৪০
জীবিত হতে লড়াই করছেন মৃত পেংকু!

রাজন্য রুহানি, জামালপুর : না মরেও মৃতদের তালিকায় অন্তর্ভুক্তি নিয়ে বিপদে পড়েছেন পেংকু। এখন নিজেকে জীবিত প্রমাণ করতে তাকে লড়াই করতে হচ্ছে রীতিমত। নইলে রাষ্ট্রীয় কিছু মৌলিক বিষয়সহ উত্তরাধিকার নিয়েও তাকে পড়তে হচ্ছে চরম বিড়ম্বনায়।

দিনমজুর পেংকুর আসল নাম মো. ফজলুল হক। বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতের চর। তিনি ওই গ্রামের শাহপাড়া এলাকার মৃত নজু মিয়ার ছেলে।

সোমবার (২২ আগস্ট) খাদ্যবান্ধব কর্মসূচিতে নাম অন্তর্ভুক্ত করতে গিয়ে বিপত্তিতে পড়েন পেংকু। ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রে থেকে অনলাইনে আবেদন করতে গিয়ে জানতে পারেন যে, তিনি মৃত। তাও ৩ বছর আগে মারা গেছেন তিনি।

পেংকু জানান, ‘সরকারি চাইলের জন্য আবেদন করবার যায়ে হুনি আমি মইরে গেছি! তাই আমার আবেদনের সুযোগ নাই।'

২০১৯ সালের ভোটার তালিকা হালনাগাদের সময় ২ ফেব্রুয়ারি ১৯৭৭ খ্রিষ্টাব্দে জন্ম নেয়া পেংকুকে মৃত দেখান তথ্য সংগ্রহকারীরা। তারপর থেকে সরকারি ডাটাবেজে তিনি মৃত অবস্থাতেই আছেন। এ অবস্থায় রেকর্ডপত্রে তার জীবিত হওয়াটা এখন জরুরি হয়ে পড়েছে। জীবিত না হলে সম্পত্তি রক্ষা, ওয়ারিশ, নাগরিক অধিকার ও সরকারি সুযোগ-সুবিধাসহ নানা অধিকার থেকে বঞ্চিত হবেন তিনি। তাই তাকে বাধ্য হয়েই দৌড়াতে হচ্ছে ইউপি চেয়ারম্যানসহ নির্বাচন কর্মকর্তার কার্যালয় পর্যন্ত। তবুও হচ্ছেনা এ বিড়ম্বনার অবসান।

পেংকু আরও জানান, ‘আমি মরলাম কবে! বাঁইচ্যে থাকতেও আমারে মাইরে ফালাইলো কারা? তাগরে বিচার হওন দরকার। এহন বাঁইচ্যে যে আছি, এইডে পরমাণ করতে করতেই জান যাইতাছে।'

এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর আবেদন করেছেন পেংকু। ভোটার তালিকা সংশোধন হলে তিনি আবার জীবিত হয়ে উঠবেন।

এ বিষয়ে ইউনিয়ন পরিষদের সচিব সৈয়দ ফিরোজুল আলম ফিরোজ জানান, ‘ভোটার হালনাগাদের সময় ভুলক্রমে পেংকুকে মৃত দেখানো হয়েছে। এই ভুল সংশোধনের জন্য তিনি আবেদন করেছেন। ইউপি চেয়ারম্যান তাকে জীবিত থাকার প্রত্যয়নপত্র দিয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা সেটা সংশোধন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোক্তার হোসেন বলেন, জীবিত ফজলুল হক পেংকুকে ভোটার তালিকায় ভুলক্রমে মৃত দেখানো হয়েছে। আমরা সেটি সংশোধনের চেষ্টা করছি।

(আরআর/এসপি/আগস্ট ২৪, ২০২২)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test