E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৪ জনের বিরুদ্ধে মামলা

বরগুনায় ডিসির স্প্রীডবোট চালককে কুপিয়ে হত্যা

২০১৪ অক্টোবর ০৯ ১৩:০৬:০৩
বরগুনায় ডিসির স্প্রীডবোট চালককে কুপিয়ে হত্যা

বরগুনা প্রতিনিধি : বরগুনার বামনায় জেলা প্রশাসকের কার্যালয়ের স্প্রীডবোট চালক মো.জব্বার খানকে (৫৭) সংঘবদ্ধ একদল সন্ত্রাসীরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে।

বুধবার রাত ৯ টার বামনার নিজবাড়ির কাছে বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রী কলেজের পিছনের সড়কে এ হত্যাকান্ড ঘটে। নিহত জব্বার খানে ছেলে মো.নেছার উদ্দিন বাদী হয়ে ঘটনার দিন রাতে বামনা উপজেলা যুবলীগের সভাপতি সহ চার জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকায় বামনা থানা পুলিশ মো. মিয়াত(২০) নামের এক জনকে গ্রেফতার করেছে।

নিহতের পরিবার ও মামলা সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ৯ টার দিকে স্প্রীডবোট চালক মো.জব্বার খান ও তার ছেলে মো. নেছার উদ্দিন বামনা উপজেলা সদর থেকে নিজ বাড়ি যাবার পথে কলেজের পিছনের সড়কের পৌছলে একদল সংঘবদ্ধ সন্ত্রসীরা হামলা চালিয়ে জব্বার খানকে নৃশংসভাবে কুপিয়ে পালিয়ে যায়। ছেলের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আশংকাজনক অবস্থায় জব্বার খানকে উদ্ধার করে বামনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরে রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। নিহত জব্বার খান বামনা উপজেলার পশ্চিম সফিপুর গ্রামের মৃত আব্দুল খানের ছোট ছেলে।

এ ঘটনায় নিহত জব্বার খানে ছেলে মো.নেছার উদ্দিন বাদী হয়ে চার জনকে আসামী করে বামনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামীরা হলেন,বামনা উপজেলা যুব দলের সভাপতি ফিরোজ আলম মহারাজ (৪২), তার ছোটভাই কামরুল হাসান আজীম (৩৮), কলাগাছিয় গ্রামের মিয়াত (২০) এবং ছাত্রলীগ নেতা মো. মাসুম বিল্লাহ (২৫)। বামনা থানা পুলিশ ঘটনার দিন রাতে বামনা বাজার এলাকা থেকে মো. মিয়াতকে গ্রেফতার করেছে।
এ ব্যাপারে বামনা থানার অফিসার ইন-চার্জ মো.ওমর ফারুক জানান. এঘটনার সাথে জড়িত একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

(এমএইচ/জেএ/অক্টোবর ০৯, ২০১৪)




পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test