E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কোটচাঁদপুরে আওয়ামীলীগ কর্মীদের মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ

২০২২ আগস্ট ২৫ ১৯:১০:২১
কোটচাঁদপুরে আওয়ামীলীগ কর্মীদের মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুরে আওয়ামীলীগের ১০-১২টি পরিবারের সদস্যদের মামলা দিয়ে ফাঁসানোসহ বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে পৌরসভার ১নং ওয়ার্ডের দুধসরা দোলপাড়া গ্রামে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য কেন্দ্রীয় আওয়ামীলীগসহ প্রশাসনের উদ্ধর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

জানা যায়, দুধসরা গ্রামের মৃত গোলাম হোসেন মন্ডলের হোসেন,হাতেম,ফরজ,মধু,কাসেম,দিল মোহাম্মদ,আইনাল কামার ওয়ার্ড কমিশনার মাহবুব খাঁন হানিফের সাথে যোগসাজস করে একের পর এক মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এরপর মিমাংসার করে দেওয়ার কথা বলে হাসান আলী, হাবিব শেখ ও হাসেম মন্ডলের কাছ থেকে ৫লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

ভুক্তভোগী ইসাহাক আলী জানান, আমার স্ত্রী আনোয়ারা খাতুন,ছেলে আনিস ও রিপনের নামে বাদী হয়ে আইনাল কামার একটি মিথ্যা ও হয়রানী মুলক মামলা দায়ের করে। এই মামলায় আমি ও আমার স্ত্রী গতকাল বুধবার জামিন পেয়ে কারাগার থেকে বের হয়েছি। আমার দুই ছেলে এখনও কারাগারে রয়েছে। আমি পেশায় একজন দিন মজুর। আমাকে টাকার বিনিময়ে মামলাটি মিমাংসা করার জন্য হানিফ কমিশনার বলেছিল। টাকা না থাকায় আমি রাজি হয়নি।

ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি নুর মোহাম্মদ জানান,ওই পরিবারটি বিএনপি-জামায়াতের রাজনীতির সাথে জড়িত। স্থানীয় ওয়ার্ড কমিশনার হানিফ সেও বিএনপির রাজনীতি করে। এদের চক্রান্তে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। এছাড়া ভুক্তভোগী হাসেম মন্ডল, রায়দুল গাজী, স্বপন, পিরু, কাসেম, ফজের, কামরুল হাসান কাকন, আনোয়ার হোসেন মঞ্জু ও বাবুল হোসেন একই রকম অভিযোগ করেন।

এ বিষয়ে অভিযুক্ত ওয়ার্ড কমিশনার মাহবুব খাঁন হানিফ কোন মন্তব্য করতে রাজি হননি।

এ ব্যাপারে কোটচাঁদপুর পৌর আওয়ামীলীগের সভাপতি শাহজাহান আলীজানান, এসময়ে আওয়ামীলীগ পরিবারের সদস্যদের হয়রানী করার বিষয়টি দুঃখজনক।

(একে/এসপি/আগস্ট ২৫, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test