E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাতীয় শোক দিবস ও ২১ আগষ্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মহেশপুরে আলোচনা সভা

২০২২ আগস্ট ২৭ ১৮:০৩:৩৪
জাতীয় শোক দিবস ও ২১ আগষ্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মহেশপুরে আলোচনা সভা

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের  ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল, আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে।

গতকাল শুক্রবার (২৬আগষ্ট) বিকালে মহেশপুর উপজেলার বলিভদ্রপুর বি.আর.এ.কে.এস মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান আলী এর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোঃ আকিদুর রহমানের সঞ্চালনায় শোক ও স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঝিনাইদহ -৩ আসনের সাবেক সংসদ সদস্য জনাব নবী নেওয়াজ ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, সাবেক ছাত্রনেতা মোঃ জালাল উদ্দিন, সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মিঠু হোসেন, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক মো: তারিকুল ইসলাম রিয়াল, ইউপি সদস্য মোঃ এনামুল হক, প্যানেল চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহাদাত হোসেন সাধু, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাইমন আলম, সাধারণ সম্পাদক রানা হোসেন,ওয়ার্ড যুবলীগ সভাপতি মো: ওয়াসিম উদ্দিন, সাধারণ সম্পাদক এমদাদুল হক, আওয়ামী লীগ নেতা আজিজ খান, নিখিল কুমার গাঙ্গুলী, চঞ্চল হোসেন, স্বপন হোসেন, জিনারুল ইসলাম, ফিরোজ হোসেনসহ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা ও বঙ্গবন্ধুর সপরিবারের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দিতে হবে। আলোচনা ও দোয়া মাহফিল শেষে উপস্থিত প্রায় ৫ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

(একে/এসপি/আগস্ট ২৭, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test