E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচন : চেয়ারম্যান পদে আলোচনায় আটজন

২০২২ আগস্ট ২৯ ১৭:১৭:৩৮
ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচন : চেয়ারম্যান পদে আলোচনায় আটজন

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনের তফশিল ঘোষণার পর শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা। দলীয় মনোনয়ন পেতে কেন্দ্রীয় নেতাদের কাছে দৌড়ঝাঁপ শুরু করেছেন। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে জনমত তৈরির চেষ্টা করছেন তাঁরা। বিএনপি আগেই এ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। ফলে এবার সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘুরেফিরে ক্ষমতাসীন আওয়ামী লীগের আটজনের নাম আলোচনায় আসছে।

নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রে আছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমানে জেলা পরিষদের প্রশাসক কনক কান্তি দাসের নাম। জেলা আওয়ামী লীগের ক্লীন ইমেজের এই নেতাকে আবারও চেয়ারম্যান পদে দলের মনোনয়ন দেওয়া হবে বলে জোর গুঞ্জন রয়েছে। গত নির্বাচনে কনক কান্তি দাসের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন হারুন অর রশিদ। যদিও এখন পর্যন্ত তাঁর কোনো তৎপরতা দেখা যায়নি।

এ বিষয়ে কনক কান্তি দাস বলন, হাইকমান্ডের সিদ্ধান্তে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি। জেলা পরিষদের চেয়ারম্যান ও এখন প্রশাসকের দায়িত্বে আছি। প্রার্থিতার বিষয়ে দলের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত।

সম্ভাব্য প্রার্থী হিসেবে অন্যদের মধ্যে আলোচনায় আছেন- জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অধ্যাপক আবেদ আলী,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তৈয়ব আলী জোর্য়াদ্দার,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অশোক ধর এবং জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও জজ কোটের পিপি অ্যাড.ইসমাইল হোসেন ও সৃজনী এনজিওর প্রধান নির্বাহী ও বঙ্গবন্ধু সৈনিকলীগের ভাইস চেয়ারম্যান হারুন অর রশীদ।

সম্ভাব্য প্রার্থী অধ্যাপক আবেদ আলী জানান, প্রস্তুতি রয়েছে তাঁর। দলের কাছে মনোনয়ন চাইবেন। আরেক সম্ভাব্য প্রার্থী তৈয়ব আলী জোয়ার্দার বলেন, দলের নেতাকর্মীদের থেকে অনুরোধ আসছে। তাই দলের কাছে মনোনয়ন চাইবেন বলে জানান তিনি। অন্যদিকে অশোক ধর জানান, দল চাইলে প্রার্থী হতে তাঁর কোনো আপত্তি নেই এবং এ বিষয়ে সব ধরনের প্রস্তুতি রয়েছে।

গত ২৩ আগস্ট জেলা পরিষদ নির্বাচনে ১৭ অক্টোবর ভোট গ্রহণের দিন রেখে তফশিল ঘোষণা করা হয়। ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। যাচাই-বাছাই ১৮ সেপ্টেম্বর ও ২৫ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সালেক বলেন, জেলা প্রশাসক এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এবং ভোট হবে ইভিএমে। নির্বাচনে মোট ভোটার ৯৫৪ জন।

(একে/এএস/আগস্ট ২৯, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test