E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝিনাইদহে আগুনে পুড়ে ভস্মীভূত আ.লীগ কার্যালয়!

২০২২ আগস্ট ৩০ ১৫:৫৮:৪৮
ঝিনাইদহে আগুনে পুড়ে ভস্মীভূত আ.লীগ কার্যালয়!

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ভস্মিভুত হয়েছে। মঙ্গলবার ভোররাতে নারায়নপুর ত্রিমোহনী বাজারে মুনছুর মার্কেটের সামনে অবস্থিত অফিসটি দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে যায়। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে আগুনে পুড়ে ভষ্মিভুত হয় অফিস ও অফিসের ভেতরে থাকা সকল আসবাবপত্র।

সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সি মোঃ শাহিন রেজা জানিয়েছেন, আগুনে ১০ বস্তা চাল, ১০টি হাড়ি, একটি টিভি, ১৩০টি প্লাস্টিকের চেয়ার ও ৫টি কাঠের চেয়ার পুড়ে গেছে। তিনি দাবী করেন পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার ও সদর থানার ওসি শেখ মো: সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঝিনাইদহ জেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড আব্দুর রশিদ ভস্মিভূত হওয়া দলীয় অফিস পরিদর্শন করেছেন।

অফিস পোড়ানোর প্রতিবাদে ঝিনাইদহ শহরে বিক্ষোভ মিছিল ও পোস্ট অফিস মোড়ে প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামলীগ। এদিকে অগ্নিকান্ডের বিষয়ে প্রধান দুই রাজনৈতিক দলের নেতারা পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।

সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুচ আলী বলেন, রাতে বিএনপির স্থানীয় কর্মীরা স্কুলমাঠে মিটিং করে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে। তারা এলাকায় নাশকতা সৃষ্টির জন্য এ কাজ করেছে।

তিনি বলেন এ ঘটনায় তিনি মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ সদর থানায় ১০ জনের নামে মামলা করেছেন। মামলার প্রধান আসামী সাগান্না ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলাউদ্দীন আল মামুন।

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ বলেন, নিজেদের সাংগঠনিক দুর্বলতা আড়াল করা ও বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেই আওয়ামী লীগ নিজেরা আগুন দিয়ে বিএনপিকে দোষারোপ করছে।

তিনি বলেন, কোন নাটক সাজিয়ে বিএনপির আন্দোলন দমন করা যাবে না। ঝিনাইদহ দমকল বাহিনীর সাব স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো সনাক্ত করা যায়নি।

স্থানীয় বাজারের নাইটগার্ড মহিউদ্দীন মীর জানান, কিভাবে আগুন লেগেছে তা তিনি দেখননি।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মো: সোহেল রানা বলেন, রাতে একটি ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(একে/এএস/আগস্ট ৩০, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test