E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের কারাদণ্ড

২০২২ আগস্ট ৩০ ১৮:২৫:৫৫
জামালপুরে দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের কারাদণ্ড

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের ইসলামপুরে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান মো. জয়নাল আবেদীনের দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের উপ পরিচালক মো. মাহমুদ হাসান বাদী হয়ে ২০০৯ সালে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলাটি করেছিলেন।

সোমবার (৩০ আগস্ট) দুপুরে জামালপুর স্পেশাল জজ আদালতে এ দন্ডাদেশ দেন বিচারক মো: এহসানুল হক।

দণ্ডিত জয়নাল আবেদীন ইসলামপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি তৎকালীন সময়ে পচাবহলা জয়তুন নেছা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন। তিনি পচাবহলা গ্রামের মৃত ভোলা মন্ডলের ছেলে।

তথ্য নিশ্চিত করে সরকার পক্ষের আইনজীবী লুৎফর রহমান রতন জানান, ১ লাখ ৯৮ হাজার ৬২২ টাকা আত্মসাতের ঘটনায় ২০০৯ সালের ৩১ মার্চ জয়নাল আবেদীনের বিরুদ্ধে মামলা করে দুদক। ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ২ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। দণ্ড প্রদানের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

(আরআর/এএস/আগস্ট ৩০, ২০২২)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test