E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভৈরবে শ্রেষ্ঠ ১০ শিক্ষককে সম্মাননা প্রদান

২০২২ আগস্ট ৩১ ১৯:০৭:১৭
ভৈরবে শ্রেষ্ঠ ১০ শিক্ষককে সম্মাননা প্রদান

মিলাদ হোসেন অপু, ভৈরব : ভৈরবে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ১০ জন শিক্ষককে সম্মাননা প্রদানসহ শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু হলরুমে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (এস-১২০৬৮) ভৈরব উপজেলা শাখা এই সম্মাননা প্রদান ও মতবিনিময় সভার আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক।

সংগঠনের সভাপতি চান্দুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তারেক আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন, ভৈরব উপজেলা শিক্ষা অফিসার মো. আবদুল আলীম রানা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ কবির হোসেন, শাহরিমা সুলতানা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কমলপুর মোজাফ্ফর বেপারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা রতœা, পলতাকান্দা সৃজনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা চৌধুরী, জব্বার জুটমিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা পান্না, বাউশমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহমেদ, কমলপুর মোজাফ্ফর বেপারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারহানা বেগম লিপি প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক নেতা হাজী আসমত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রাব্বানী, ভৈরব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাহ মিয়া, ভৈরব বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় কুমার দেবনাথ, বাঁশগাড়ী-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরান হোসেন ও টানকৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন।

অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন, কমলপুর হাজী জনাব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আবদুর রশিদ, পলতাকান্দা সৃজনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুম মিয়া ও ভৈরব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম। মতবিনিময় সভা শেষে বিভিন্ন সময়ে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন তাদেরকে সংবর্ধিত করা হয়।

সংবর্ধিত শিক্ষকরা হলেন, ২০১৯ সালে শিক্ষা সপ্তাহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বাবুল হোসেন সদ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক পলতাকান্দা সৃজনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাসুম মিয়া ও কমলপুর মোজাফ্ফর বেপারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারহানা বেগম লিপি, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কমলপুর মোজাফ্ফর বেপারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা রত্না। ২০১৮ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক কমলপুর হাজী জনাব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আবদুর রশিদ ও শ্রেষ্ঠ শিক্ষিকা কালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্চিতা রাণী নাহা। ২০১৭ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক আগানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুল আলম ও শ্রেষ্ঠ শিক্ষিকা বাঁশগাড়ী-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হানা হক। ২০১৪ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হাজী আসমত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রাব্বানী। আর ২০১০ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক গোছামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহিদ সুলতানা।

ভৈরব উপজেলার ৯০টি প্রাথমিক বিদ্যালয়ের একজন করে প্রধান শিক্ষক ও একজন করে সহকারী শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(এমএইচএ/এএস/আগস্ট ৩১, ২০২২)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test