E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভোলায় দুই নেতা হত্যা ও জ্বালানীর দাম বৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ অব্যাহত

২০২২ আগস্ট ৩১ ১৯:১৬:৫৮
ভোলায় দুই নেতা হত্যা ও জ্বালানীর দাম বৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ অব্যাহত

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : জ্বালানী তেলের অস্বাভাবিক দাম বৃদ্ধি, বিদ্যুতের নজিরবীহিন লোডশেডিং, গণপরিবহনে ভাড়া বৃদ্ধি ও ভোলায় পুলিশের গুলিতে নূরে-আলম ও আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদসহ দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ অব্যাহত রয়েছে।

বুধবার (৩১ আগস্ট) বিকালে মৌলভীবাজার পৌর বিএনপির ৫,৬,৮ ও ৯ নং ওয়ার্ড শাখার আয়োজনে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশে জ্বালানী তেল সহ নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য বৃদ্ধি, পরিবহন খাতে ভাড়া বৃদ্ধি অসহনীয় লোডশেডিং এর প্রতিবাদে শহরের কুসুমবাগ চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম এর সভাপতিত্বে ও মৌলভীবাজার পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনিছুজ্জামান বায়েছ এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মজনু, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব ও জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌর বিএনপি’র সাবেক সভাপতি এম এ হক। এছাড়াও সমাবেশে শহরের বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে কুসুমবাগ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি কুসুমবাগ এলাকা হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সিলেট সড়কের সাবেক আল-কাদরী সেন্টারে গিয়ে ফের সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন,জেলা বিএনপি’র সাধারন সম্পাদক মিজানুর রহমান (ভিপি মিজান), জেলা বিএনপির সহ সভাপতি এম এ মুকিত, জেলা বিএনপির সিনিয়র সদস্য মোশাররফ হোসেন বাদশা, জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রকিব সাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিন বক্স, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি সাবেক কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী,জেলা তাতীদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ জামসেদ আলী,জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এম এ নিশাত,যুবদল নেতা এডভোকেট সৈয়দ নেপুর আলী, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া।

(একে/এএস/আগস্ট ৩১, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test