E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেশবপুরে ওএমএস এবং খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির উদ্বোধন

২০২২ সেপ্টেম্বর ০১ ১৭:৪৩:০০
কেশবপুরে ওএমএস এবং খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির উদ্বোধন

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে বৃহস্পতিবার সকালে দরিদ্রদের মাঝে ওএমএস এবং খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির উদ্বোধন করা হয়েছে। পৌর শহরের গমপট্টিতে ওএমএস’র চাল ও উপজেলার পরচক্রায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা লায়লা আফরোজ, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর রবিউল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সাহিদুল ইসলাম, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন ও কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, কেশবপুর পৌরসভার ভেতর ৪টি স্থানে রোব থেকে বৃহস্পতিবার প্রতিদিন ১৬০০ দরিদ্র ব্যক্তিকে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি করে ওএমএস’র চাল ও উপজেলার ১১টি ইউনিয়নে ১২ হাজার ৯৮২ উপকারভোগী ব্যক্তি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল কিনতে পারবে।

(এসেএ/এসপি/সেপ্টেম্বর ০১, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test