E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখবে খেলাধুলা ও বিনোদন'

২০২২ সেপ্টেম্বর ০২ ২১:৩১:০৯
'শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখবে খেলাধুলা ও বিনোদন'

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও বিনোদন শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখবে। সেই সঙ্গে শরীরও থাকবে সুস্থ এবং কর্মচঞ্চল। ছাত্রজীবন থেকে খেলাধুলা চর্চা ও তা চলমান রাখলে একসময় প্রত্যেকের জীবনই সুন্দর হয়ে উঠবে।

তিনি আরও বলেন, ফুটবল ও ক্রিকেটের সঙ্গে আমাদের দেশীয় খেলাগুলোকেও বাঁচিয়ে রাখতে হবে। দেশীয় খেলাগুলো আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য।

শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর সদর উপজেলার কেন্দুয়ায় মরহুম সিরাজুল ইসলাম খান ছোট মাস্টার স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২০২২ এর ফাইনাল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এসব কথা বলেন। ঐতিহ্যবাহী বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা উদ্বোধন করেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন।

কেন্দুয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রানাগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল, মেষ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক বাবু, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আয়ূব আলী প্রমুখ।

খেলায় মেষ্টা চরপাড়া একাদশ বাঁশচড়া একতা বয়েজ ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

(আরআর/এএস/সেপ্টেম্বর ০২, ২০২২)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test