E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বকশীগঞ্জে গৃহবধূকে গাছের সাথে বেঁধে নির্যাতন

২০২২ সেপ্টেম্বর ০৫ ১৮:৫০:০৭
বকশীগঞ্জে গৃহবধূকে গাছের সাথে বেঁধে নির্যাতন

শাহনাজ পারভীন, বকশীগঞ্জ : জামালপুরের বকশীগঞ্জে মাহমুদা বেগম (২৫) নামে এক গৃহবধূকে গাছের সাথে বেধে নির্যাতনের অভিযোগ উঠেছে। সোমবার বেলা ৩ টার দিকে  বকশীগঞ্জ সদর ইউনিয়নের মালিরচর জিগাতলা গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় গৃহবধূর ভাসুরের স্ত্রী শিলা বেগম (৪০) নামে এক নারীকে আটক করেছে থানা পুলিশ। আটক শিলা বেগম আজাদের স্ত্রী। 

স্থানীয় সূত্রে জানা যায়,প্রায় ১২ বছর আগে বকশীগঞ্জ সদর ইউনিয়নের মালিরচর জিগাতলা গ্রামের মৃত দিন্দার আলীর ছেলে আসাদুল হকের সাথে দেওয়ানগঞ্জ উপজেলার ঝাউডাংগা গ্রামের মাহাজন মিয়ার কন্যা মাহমুদা বেগমের বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর আসাদুল স্ত্রী মাহমুদা বেগম কে রেখে বিদেশ (ব্রুনাই) যান। গত দুই মাস আগে দেশে ফিরে আসেন আসাদুল। ৪/৫ দিন আগে মাহমুদা বেগমকে বেড়ানোর কথা বলে বাপের বাড়ি ঝাউডাংগা রেখে আসেন আসাদুল হক।

সোমবার দুপুরে ৩ বছর বয়সী শিশু কন্যাকে নিয়ে স্বামীর বাড়ি মালিরচর জিগাতলা আসেন ওই গৃহবধু। এ সময় তাকে বাড়িতে ডুকতে বাধাঁ দেয় আসাদুলের স্বজনরা। কেনো তাকে বাড়িতে ডুকতে দিচ্ছেন না জানতে চাইলে বাড়ির লোকজন জানায় তোমাকে আসাদুল তালাক দিয়েছে, তাই বাড়িতে প্রবেশ করতে পারবে না। জোড়পূর্বক স্বামীর ঘরে প্রবেশের চেষ্টা করে মাহমুদা। এক পর্যায়ে স্বামী আসাদুল হক, তার বড় ভাই এরশাদ আলী,ভাতিজা সায়ুম আলী, ভাসুরের স্ত্রী শিলা বেগম ও জাহিদা বেগম গৃহবধূ মাহমুদা বেগম কে গাছের সাথে বেধে নির্যাতন চালায়। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধুকে উদ্ধার ও জিজ্ঞাসাবাদের জন্য শিলা বেগমকে আটক করে।

নির্যাতিত গৃহবধু মাহমুদা বেগম বলেন, গত ৪/৫ দিন আগে আমার স্বামী আসাদুল হক নিজে আমাকে বেড়ানোর জন্য বাপের বাড়ি রেখে আসছে। আজ বাড়িতে আসছি বলতেছে আমাকে তালাক দিয়েছে। আমি এসবের কিছুই জানি না। প্রতিবাদ করায় তারা আমাকে গাছের সাথে বেধেঁ নির্যাতন করেছে।

নির্যাতিত গৃহবধুর মা মনোয়ারা বেগম বলেন,তারা বলছেন আমার মেয়েকে ১২ দিন আগে তালাক দিয়েছেন। তাহলে তালাক দেওয়ার পরেও কিছু না জানিয়ে সংসার কেমনে করলো। আজ গাছের সাথে বেধেঁ নির্যাতন করলো। আমি এই ঘটনার বিচার চাই।

আসাদুল হকের সহোদর বড় ভাই বকশীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর কবীর আলমাছ বলেন,বিভিন্ন কার্যকলাপের জন্য গত ২৩ আগস্ট স্ত্রীকে তালাক দিয়েছে আসাদুল। তালাকের কাগজ গ্রহন না করে বাড়িতে এসে আত্মহত্যার হুমকি দেয় মাহমুদা। তাই হয়তো বাড়ির লোকজন তাকে আটকে রেখেছিলো। নির্যাতনের অভিযোগ সঠিক নয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ তরিকুল ইসলাম জানান,এই ঘটনায় শিলা বেগম নামে একজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

(এসপি/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০২২)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test