E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সার সঙ্কটের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে বিএনপি’

২০২২ সেপ্টেম্বর ১০ ১৭:২৬:৫৫
‘সার সঙ্কটের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে বিএনপি’

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর-শেরপুরের সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা বলেছেন, 'দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে, কোনো সঙ্কট নেই। লন্ডন থেকে তারেক জিয়ার নির্দেশে মির্জা ফকরুলসহ বিএনপির নেতাকর্মীরা নানা ধরনের গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।'

জামালপুরে সার সঙ্কট নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদের বিষয়ে জানতে চাইলে শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের মুঠোফোনে তিনি এসব কথা বলেন। সেই সঙ্গে জনগণকে গুজবে কান না দেয়ার অনুরোধ জানান।

কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি হোসনে আরা এমপি আরও বলেন, কিছু কিছু জায়গায় বিএনপি-জামায়াতের লোকজনরা কৃত্রিম সঙ্কট তৈরির চেষ্টা করছে। তবে এক্ষেত্রে তারা সফল হবেনা।

সংসদ সদস্য হোসনে আরা আরও বলেন, বিএনপির শাসনামলে সারসহ কৃষি উপকরণের চরম সঙ্কট ছিল। বিএনপি তাদের সময়ে কৃষককে সার দিতে না পেরে পালিয়ে বেড়িয়েছে। সারের জন্য বিএনপি সরকার ১৯৯৫ সালে নির্মমভাবে ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করেছে।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ১০, ২০২২)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test