E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জের শহীদ জেহাদের মৃত্যু বার্ষিকী পালিত

২০১৪ অক্টোবর ১০ ২০:৩২:১৯
সিরাজগঞ্জের শহীদ জেহাদের মৃত্যু বার্ষিকী পালিত

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশী বাঁধার মধ্যে ৯০’র গন-আন্দোলনে নিহত ছাত্রদল নেতা শহীদ নাজির উদ্দিন জেহাদের ২৪ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার বেলা ১২টায় উল্ল¬াপাড়ার নবগ্রামে জেহাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, ছাত্রদল কেন্দ্রিয় কমিটির সহ-সাধারন সম্পাদক আব্দুল ওয়াহাব, দপ্তর সম্পাদক নাজমুল হাসান, যুবদল কেন্দ্রিয় কমিটির সদস্য আব্দুল ওয়াহাব, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন রাজেশ, যুগ্ম আহবায়ক আব্দুল¬াহ আল কায়েস সহ অন্যন্যরা। এ সময় তারা মরহুমের মাগফেরাত কামনায় কবর জিয়ারত করেন।

এর আগে সকাল ১০টায় উল্লাপাড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আজাদুর রহমান আজাদের নের্তৃত্বে উপজেলা বিএনপি, ছাত্রদল ও অংগসংঘঠনের নেতারা কবরে পুস্পস্তবক অর্পন ও দোয়া করতে গেলে পুলিশের বাঁধার মুখে পড়লে পুলিশের সাথে তাদের বাক-বিন্ডতা হয়। পরে কেন্দ্রিয় ও স্থানীয় নের্তৃবৃন্দরা উল্লাপাড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আজাদুর রহমান আজাদের ঝিকিরা বাসভবনে সংবাদ সন্মেলনের মাধ্যেমে পুলিশী বাঁধার প্রতিবাদ জানান।
এ ছাড়াও জেহাদের নিজ বাড়ীতে কোরানখানি ও ও মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উল্লেখ্যঃ ২৪ বছর আগে ১৯৯০ সনের ১০ অক্টোবর জেহাদ স্বৈরাচার এরশাদ হঠানোর গন-আন্দোলনে ঢাকার পল্টনে পুলিশের গুলিতে শহীদ হন।

(এসএস/এটিআর/অক্টোবর ১০, ২০১৪)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test