E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উত্তাল সাগর, নিরাপদ আশ্রয়ে শত শত ট্রলার

সুন্দরবনে বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্র ৩ ফুট পানি

২০২২ সেপ্টেম্বর ১১ ১৭:৫৪:৪০
সুন্দরবনে বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্র ৩ ফুট পানি

শেখ আহসানুল করিম. বাগেরহাট : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারনে জ্বলোচ্ছাসে প্লাবিত হয়েছে সুন্দরবনের সব থেকে উচু এলাকা করমজল বন্যপ্রানী প্রজনন ও পর্যটন কেন্দ্র। রবিবার দুপুরের পূর্ণিমার স্বাভাবিক জোয়ারে তুলনায় ৩ ফুট উচ্চতার জ্বলোচ্ছাসে প্লাবিত হয় করমজল বন্যপ্রানী প্রজনন ও পর্যটন কেন্দ্রটি। এই অবস্থায় করমজলে আটকা পড়েছে অনেক পর্যটক। রবিবার সকাল থেকেই সুন্দরবনের উপ দিয়ে বয়ে যাচ্ছে ভারী বৃষ্টিসহ ঝড়ো হওয়া।

বঙ্গোপসাগর উপকূলে সুন্দরবনের কটকা, কচিখালী, দুবলা, বঙ্গবন্ধু আইল্যান্ডসহ ওয়ার্ল্ড হ্যারিটেজ ম্যানগ্রেভ এই বনের নিম্নাঞ্চল ৪ থেকে ৫ ফুট উচ্চতার জ্বলোচ্ছাসে প্লাবিত হয়েছে। করমজল বন্যপ্রানী প্রজনন ও পর্যটন কেন্দ্রের বন্যপ্রানীগুলো এখনো নিরাপদ রয়েছে। তবে, ৪ থেকে ৫ ফুট উচ্চতার জলোচ্ছাসে সুন্দরবনের নিম্নাঞ্চলে থাকা বাঘ হরিনসহ অন্যন্য বন্যপ্রানীর ভাগ্যে কি ঘটেছে তা নিশ্চিত করে বরতে পারেনি বন বিভাগ। নিম্নচাপের কারনে বঙ্গোপসাগর উত্তাল থাকায় কয়েক শত ফিশিং ট্রলার কটকা, কচিখালী, দুবলাসহ ভেদাখালী, ভাঙ্গার খাল ও মেহেরআলী খালসহ বিভিন্ন খালে আশ্রয় নিয়ে রয়েছে। রবিবার দুপুর থেকে বাগেরহাটের নিম্নাঞ্চাল প্লাবিত হয়েছে। বিভিন্ন নদ নদীর পানি বিপদ সীমার ৩ থেকে ৪ ফুট উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সকার থেকে জেলাজুড়ে ভারী বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। নিম্নচাপের কারণ মোংলা বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

সুন্দরবনের করমজল বন্যপ্রানী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মো. আজাদ কবির জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারনে জ্বলোচ্ছাসে ৩ ফুট পানিতে প্লাবিত হয়েছে সুন্দরবনের সব থেকে উচু এলাকা করমজল বন্যপ্রানী প্রজনন ও পর্যটন কেন্দ্র। তবে, করমজল বন্যপ্রানী প্রজনন ও পর্যটন কেন্দ্রের বন্যপ্রানীগুলো এখনো নিরাপদ রয়েছে।

এদিকে, সুন্দরবনের দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ মজুমদার বলেন, রবিবার সকাল থেকে দুবলার চর এলাকায় বৃষ্টিপাতসহ ঝড়ো হাওয়া বইছে। এছাড়া স্বাভাবিকের তুলনায় প্রায় ৫ ফুট উচ্চতার জ্বলোচ্ছাসে সুন্দরবনের চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নিম্নচাপের কারনে বঙ্গোপসাগর উত্তাল থাকায় কয়েক শত ফিশিং ট্রলার কটকা, কচিখালী, দুবলাসহ ভেদাখালী, ভাঙ্গার খাল ও মেহেরআলী খালসহ বিভিন্ন খালে আশ্রয় নিয়ে রয়েছে। জলোচ্ছাসে সুন্দরবনের নিম্নাঞ্চলে থাকা বন্যপ্রানী ভেঁসে যাওয়া বা মৃত্যুর কোন খবর পাওয়া যায়নি। তবে এই বন কর্মকর্তা দাবী করেন থিতের মতো বন্যপ্রানী বিভিন্ন বন অফিসগুলোতে আশ্রয় নিয়েছে।

শরণখোলা ট্রলার মালিক সমিতির সভাতি মো. আবুল হোসেন জানান, ৬৫দিনের নিষেধাজ্ঞার পর কোনো মালিক, আড়ৎদার লাভের মুখ দেখেনি। একেকটি ট্রলারে দুই-তিন লাখ টাকা খরচ করে সাগরে নামার সঙ্গে সঙ্গেই দুর্যোগ শুরু হয়। চারদফা দুর্যোগে সাগরে ঠিকমতো জাল ফেলতে পারেনি জেলেরা। প্রত্যেকেই লোকসানে আছেন। পঞ্চবার সাগরে নেমে বেশ ইলিশ ধরা পড়ছিল জালে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ট্রিপের মাঝপথে সাগর থেকে উঠে আসতে হয়েছে তাদের। তারপরও শরণখোলার তিন শতাধিক ফিশিং ট্রলারের প্রত্যেকটিতেই ইলিশ বোঝাই করে ঘাটে ফিরেছে। ঘাটে ফিরে আসা একেকটি ট্রলার সর্বনিম্ন পাঁচ লাখ টাকা থেকে ১২ লাখ টাকা পর্যন্ত ইলিশ বিক্রি করেছে। ট্রিপের পুরো সময় সাগরে জাল ফেলতে পারলে পেছনের সমস্ত লোকসান কাটিয়ে উঠতে পারতেন জেলে-মহাজনরা।

বাংলাদেশ ফিশিং ট্রলার মালিক সমিতির সহসভাপতি এম সাইফুল ইসলাম খোকন বলেন, এবার জেলেরা শতর্ক ছিল। তাই দুর্যোগ শুরু হওয়ার আগেই সাগর ছেড়ে কূলে ফিরে আসায় কোনো দুর্ঘটা ঘটেনি। শরণখোলার সমস্ত ট্রলার ঘাটে ফিরেছে। অন্যান্য এলাকার ট্রলারগুলো পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা, কচিখালী, ছোট ভেদাখালী, বড় ভেদাখালী এলাকার বিভিন্ন খালে আশ্রয় নিয়েছে। এই ট্রিপটি ঠিকমতো দিতে পারলে আমারা লোকসান কাটিয়ে উঠতে পারতাম।

মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শনিবার বিকেলের পর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ওড়িষ্যা উপকূল ও বাংলাদেশের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি ক্রমেই ঘনীভূত হওয়ায় বঙ্গোপসাগর উত্তাল হয়ে রয়েছে। নিম্নচাপের কারণ মোংলা বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূল স্বাভাবিকের তুলনায় ৪ থেকে ৫ ফুট উচ্চতার জলোচ্ছাসে প্লাবিত হবে। সুন্দরবনসহ উপকূলীয় এলাকায় ঝড় বৃষ্টি বয়ে যাবে। এমন বৈরি আবহাওয়া আগামী আরো দুই তিন দিন ধরে অব্যাহত থাকবে।

(এসএকে/এসপি/সেপ্টেম্বর ১১, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test