E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লক্ষ্মীপুরে মন্দিরের নিরাপত্তা নিশ্চিতে সিসি ক্যামেরা বিতরণ

২০২২ সেপ্টেম্বর ১২ ১৩:৩২:৫১
লক্ষ্মীপুরে মন্দিরের নিরাপত্তা নিশ্চিতে সিসি ক্যামেরা বিতরণ

শিমুল সাহা, লক্ষ্মীপুর : হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতকল্পে লক্ষ্মীপুর সদর উপজেলার ৩৩টি পূজামণ্ডপে সিসি ক্যামেরা বিতরণ করা হয়েছে।

রবিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে প্রধান অতিথি হিসেবে সিসি ক্যামেরাগুলো বিতরণ করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু। জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি এডঃ প্রিয় লাল নাথ,যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল সাহা,সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দ পোদ্দার, চন্দ্রগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাদল মজুমদার বাপ্পী, সাধারণ সম্পাদক জয় দেবনাথসহ বিভিন্ন দূর্গা মন্ডপের সভাপতি সম্পাদকবৃন্দ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ সবাইকে আসন্ন শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।

আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সবাইকে সুন্দর পরিবেশে পূজা আয়োজন করার আহ্বান জানান তিনি। এছাড়া কোনো অশুভ শক্তি যেন এই আনন্দমুখর পরিবেশে বিঘ্ন ঘটাতে না পারে সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান জেলা প্রশাসক।

(এসএস/এএস/সেপ্টেম্বর ১২, ২০২২)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test