E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৫ দিন পর মিনারের মরদেহ ফের দিল বিএসএফ

২০২২ সেপ্টেম্বর ১২ ১৮:৫১:৪০
৫ দিন পর মিনারের মরদেহ ফের দিল বিএসএফ

শাহ্ আলম শাহী, দিনাজপুর : সীমান্তে নিহত মিনারের মরদেহ ৫ দিন পর  ফেরতের প্রাক্কালে পরিবারের সদস্য ও স্বজনদের আহাজারিতে আকাশটাও যেনো কাঁদছিলো। হঠাৎ অঝরে বৃষ্টিতে মরদেহ হস্তান্তরের আনুষ্ঠানিকতাও যেনো ভেস্তে যাচ্ছিলো। বিজিবি-বিএসএফ, দু'দেশের পুলিশ, গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি, নিহতের স্বজনসহ প্রায় সবাই ঘন্টার‌্যাপী নিরব হয়ে দাঁড়িয়ে ছিলো। বৃষ্টি শেষে বিকেল সাড়ে ৫টায় হস্তান্তর করা হলো মরদেহ।

দিনাজপুর দাইনুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র গুলিতে নিহত মিনহাজ ইসলাম মিনার (১৭) এর মরদেহ আজ সোমবার ফেরত দেয়ার সময় সৃষ্টি হয়েছিলো, এ পরিস্থিতি’র।

সীমান্তের ৩১৪/৭ নম্বর মইেন পলিাররে শূণ্য রেখায় শনিবার ও আজ সোমবার সকাল এবং বিকেলে বিজিবি-বিএসএফ’র কোম্পানী পর্যায়ে তিন দফা বৈঠক শেষে ৫ দিন পর আজ সোমবার বিকেল সাড়ে ৫ টায় মরদেহ ফেরত দেয় বিএসএফ।

বিজিবি-বিএসএফ’র উপস্থিতিতে ভারতীয় গঙ্গারামপুর থানার পুলিশ বাহিনীর সদস্যরা দিনাজপুর কোতয়ালী থানার পুলিশের মাধ্যমে নিহত মিনহাজ ইসলাম মিনার (১৭) মরদেহ পরিবারের কাছে হস্তানন্তর করে। এ সময় নিহত মিনারের পরিবার ও স্বজনদের আহাজারিতে আশপাশের পরিবেশ ভারি হয়ে ওঠে।

এ সময় দাইনুর বিজিবি কোম্পানী কমান্ডার আনিস হোসেন,বিওপির নায়েক সুবেদার আকতার হোসেন, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম,৯ নং আস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক,ভারতের হরহরিপুর ভাদরা বিওপি ক্যাম্পের অধিনায়ক এবং বিজিবি-বিএসএফ’র জওয়ান,দু’দেশের পুলিশ সদস্যা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গতঃ বুধবার রাত সাড়ে ১০ টায় দাইনুর বিওপির ৩১৫ নাম্বার মেইন পিলারের সীমান্তের কাছে ওই বাংলাদেশি তরুণ’কে গুলি করে হত্যার পর মরদেহ নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

ঘটনার রাতে টগবগে তরুন মিনার ৫ বন্ধু’র সাথে ভারতে গিয়েছিলো,মাছ ও কচ্ছপের শুটকি আনতে। ভারকে এটাই নাকি ছিলো তার জীবনে প্রথম ও শেষ যাওয়া বলে তার পরিবার দাবী করেছে। সীমান্তবর্তী বাড়ি হলেও মিনার কখনো যায়নি ভারতে। পড়া-লেখা আর পরিবারের টুকিটাকি কাজ নিয়েই সময় পার করতো মিনার।

এদিকে নিহত মিনারের মা মিনারা বেগম ৪ জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় অভিযোগ দিয়েছেন। খানপুর উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে পড়–য়া তার ছেলে মিনার প্রলোভনে ফেলে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পিত ভাবে বিএসএফের গুলিতে হত্যা করেছে বলে অভিযোগে উল্লেখ করেছেন,তিনি। এ ঘটনার সাথে তার এক নিকটতম আত্মীয় আছে।
বিয়ষটি পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিবে বলে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানিয়েছেন।

(এস/এসপি/সেপ্টেম্বর ১২, ২০২২)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test