E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিএনপি নেতাদের খুনের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ

২০২২ সেপ্টেম্বর ১২ ১৮:৫৩:৫২
বিএনপি নেতাদের খুনের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ

রাজন্য রুহানি, জামালপুর : জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামালপুর পৌর বিএনপির ১০, ১১ ও ১২ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। সেই সঙ্গে ভোলা ও নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত ছাত্রনেতা নূরে আলম, স্বেচ্ছাসেবক দলনেতা আব্দুর রহিম ও যুবদল নেতা শাওন হত্যার জোরালো প্রতিবাদ জানান নেতারা।

সোমবার (১২ সেপ্টেম্বর) বিকালে এক বিক্ষোভ মিছিল শহরের ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়। পরে বগাবাইদ বোর্ডঘর বাজারে গিয়ে শেষ হয় মিছিলটি। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।

বিক্ষোভ মিছিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নারী ও পুরুষ অংশ নেন।

বক্তারা অভিযোগ করে বলেন, গুম ও খুন করে বিএনপিকে দমিয়ে রাখার চেষ্টা করছে সরকার। ক্ষমতায় টিকে থাকতে এখন ভারতের প্রভুদের কাছে ধর্ণা দিচ্ছে। আপনাদের সে আশা কোনদিনই পূরণ হবেনা।

নেতারা আরও বলেন, অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে ক্ষমতা হস্থান্তর করেন। অন্যথায় রাজপথেই এর ফয়সালা করা হবে।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ১২, ২০২২)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test