E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝালকাঠি থানা হেফাজতে যুবকের মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা!

২০২২ সেপ্টেম্বর ১৪ ১৫:২৩:০২
ঝালকাঠি থানা হেফাজতে যুবকের মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা!

মাহাবুবুর রহমান, ঝালকাঠি : ঝালকাঠি সদর থানায় পুলিশী হেফাজতে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ বলছে নেশাগ্রস্ত এ যুবক আত্মহত্যা করেছে। এদিকে নিহত যুবকের পরিবার বলছে এ ব্যপারে তাদের কোন অভিযোগ নেই। নিহত যুবকের নাম রাজেস রায় (২২)। সে পুর্ব চাদকাঠির অমল রায়ের পুত্র। 

পুলিশ এবং নিহতের পিতা জানান, মঙ্গলবার বিকেলে রাজেস রায় তার পিতা অমল রায়কে দা দিয়ে ধাওয়া করলে এলাকাবাসি ৯৯৯ এ ফোন দিলে সদর থানা থেকে পুলিশ এসে রাজেসকে আটক করে থানায় নিয়ে আসে। থানায় তাকে নারী শিশু হেল্প ডেক্স রুমে রাখা হয়। ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মইনুল হক সাংবাদিকদের জানান, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ রাজেসকে থানায় নিয়ে আসে। বিকেল ৫টায় নারী শিশু হেল্প ডেক্স রুমে রাজেস নিজের পরিহিত লুঙ্গি ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় পুলিশ সদস্যরা এ অবস্থা দেখে রাজেসকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে কবর্ত্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার পরিবারের এ নিয়ে কোন অভিযোগ নেই। নিহতের লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঝালকাঠি সদর থানায় আবাাসিক চিকিৎসক ডা. টিএম মাহদি হাসান সানি জানান, হাসপাতালে আনা হলে রাসেজকে পরীক্ষা করে মৃত অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর কারন জানা যাবে।

(এমআর/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test