E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুর শিক্ষা বোর্ডে অংশ নিয়েছে ১৭৩৯৬১ জন এসএসসি পরীক্ষার্থী

২০২২ সেপ্টেম্বর ১৫ ১৫:২৬:৪৬
দিনাজপুর শিক্ষা বোর্ডে অংশ নিয়েছে ১৭৩৯৬১ জন এসএসসি পরীক্ষার্থী

শাহ্ আলম শাহী, দিনাজপুর : সারাদেশের মতো দিনাজপুর শিক্ষা বোর্ডেও শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এ রংপুর বিভাগের ৮ টি জেলার  মোট ১ লাখ ৭৩ হাজার ৯৬১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এরমধ্যে ৮৭ হাজার ৫৯১ জন ছাত্র এবং ৮৬ হাজার ৩৭০' জন ছাত্রী রয়েছে।

দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়, রংপুর, গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার মোট ২ শত ৭৭ টি কেন্দ্রে হচ্ছে পরীক্ষা। এতে অংশ নিয়েছে ২ হাজার ৬৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো.'তোফাজ্জুর রহমান জানান,আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে শুরু হয় এ পরীক্ষা। চলবে দুপুর ১টা চলেছে।

এবার সংশোধিত ও পুনর্বিন্যাসিত সিলেবাসে ৩ ঘণ্টার পরিবর্তে ২ ঘণ্টা পরীক্ষা হবে। ১ অক্টোবর পর্যন্ত চলবে তত্ত্বীয় পরীক্ষা। এরপর ১০-১৫ অক্টোবর পর্যন্ত ব্যবহারিক পরীক্ষার আয়োজন করা হবে।
এদিকে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে পরীক্ষার্থীদের।

প্রতি বছর সাধারণত ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা হয়। কিন্তু করোনার কারণে পেছানো হয় পরীক্ষা। এরপর ১৯ জুন পরীক্ষা শুরুর কথা থাকলেও সিলেটসহ দেশের অন্যান্য অঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে তা আবারও পিছিয়ে যায়।

(এসএএস/এএস/সেপ্টেম্বর ১৫, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test