E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মৌলভীবাজারে এবছর এসএসসি পরীক্ষা দিচ্ছেন ৩০ হাজার শিক্ষার্থী

২০২২ সেপ্টেম্বর ১৫ ১৭:১২:৩৩
মৌলভীবাজারে এবছর এসএসসি পরীক্ষা দিচ্ছেন ৩০ হাজার শিক্ষার্থী

শাহরিয়ার খান সাকিব, মৌলভীবাজার সদর : সারা দেশের ন্যায় একযোগে মৌলভীবাজারে ২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে শুরু হয়ে চলে দুপুর ১ টা পর্যন্ত।

এ বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে মৌলভীবাজার জেলার ৪১টি কেন্দ্রে মোট ৩০ হাজার ০৫ জন এই পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। সিলেট শিক্ষাবোর্ডের অধীনে চার জেলার ১৪৯টি কেন্দ্রে মোট ১ লাখ ১৬ হাজার ৪৮৮ শিক্ষার্থী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করছে।

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে ২ হাজার ৪৬ জন পরীক্ষার্থী রয়েছে। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ভেন্যুতে রয়েছেন ৩৩৩ জন ছাত্র ৪১২ জন ছাত্রী মোট ৭৪৫ জন। এবং তাঁর অধীনে উপকেন্দ্র কাশীনাথ আলাউদ্দিন হাইস্কুল এন্ড কলেজে ছাত্র ২৪৩ জন ও ৫৪০ জন মোট ৭৫৭ জন এবং হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্র ৪৩০ জন ও ছাত্রী ১১৪ জন মোট ৫৪৪ জন।

যানজটের কথা বিবেচনা করে সকাল ১০টার পরিবর্তে ১১টা থেকে এবারের পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেয়া হয়। পরীক্ষার সময় ৩ ঘণ্টা থেকে কমিয়ে ২ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে এবার এসএসসি পরীক্ষায়।

উল্লেখ্য, এ বছর সারাদেশে ২৯ হাজার ৫৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩ হাজার ৭৯০ টি কেন্দ্রে এসএসসি, সমমান ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের আওতায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় গ্রহণ নেবে।

সংশোধিত ও পুনর্বিন্যাস করা সিলেবাসে ৩ ঘণ্টার পরিবর্তে ২ ঘণ্টা পরীক্ষা নেওয়া হবে। প্রসঙ্গত, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১৯ জুন শুরু করে ৬ জুলাই শেষ করার কথা ছিল। কিন্তু জুনের মাঝামাঝি সময়ে সিলেট অঞ্চল এবং উত্তরের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা কারণে গত ১৭ জুন পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

(এসকে/এসপি/সেপ্টেম্বর ১৫, ২০২২)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test