E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজবাড়ীতে জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিল করলেন ৪৫ জন

২০২২ সেপ্টেম্বর ১৫ ১৮:৫১:১৪
রাজবাড়ীতে জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিল করলেন ৪৫ জন

একে আজাদ ও মিঠুন গোস্বামী, রাজবাড়ী : আগামী ১৭ অক্টোবর রাজবাড়ী জেলা পরিষদের নির্বাচন। নির্বাচনকে সামনে আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মনোনয়ন পত্র দাখিল শেষ দিন।

জেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীসহ ৫ জন মনোনয়ন পত্র দাখিল করেছে। এছাড়া সংরক্ষিত মহিলা ওয়ার্ড-১ সদস্য পদে ৭ জন, সংরক্ষিত মহিলা ওয়ার্ড-২ সদস্য পদে ১ জন, সাধারণ সদস্য ওয়ার্ড-১ পদে ৬ জন, সাধারণ সদস্য ওয়ার্ড-২ পদে ৩ জন, সাধারণ সদস্য ওয়ার্ড-৩ পদে ১০ জন, সাধারণ সদস্য ওয়ার্ড-৪ পদে ৬ জন, সাধারণ সদস্য ওয়ার্ড-৫ পদে ৭ জন মনোনয়ন পত্র দাখিল করেছে।

চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছে, আওয়ামীলীগ মনোনীত এ কে এম শফিকুল মোর্শেদ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছে কালুখালি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিমুজ্জামান (টিটু) চৌধুরী ভাই ইমামুজ্জামান চৌধুরী, মোঃ রাশেদুজ্জামান,পাংশা পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি দীপক কুন্ডু,রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান পিয়াল।

সংরক্ষিত মহিলা সদস্য ওয়ার্ড-১ পদে জেলা পরিষদের সাবেক সদস্য মোছাঃ কোহিনূর বেগম, মিসেস সাহানা বেগম, মুক্তি রানী কর, সৈয়েদা নাজমুন নাহার,লুফুন নাহার, নূরজাহান বেগম, হামিদা বেগম মনোনয়ন পত্র দাখিল করেছে।

সংরক্ষিত মহিলা সদস্য ওয়ার্ড-২ পদে সফুরা খাতুন মনোনয়ন পত্র দাখিল করেছে।

সাধারণ সদস্য ওয়ার্ড-১ (রাজবাড়ী সদর) পদে মনোনয়ন পত্র দাখিল করেছে মোঃ রাশেদুল হক, মোঃ আলাউদ্দিন শেখ, মোঃ লৎফর রহমান, মোঃ আজম আলী মন্ডল, মোঃ আহসান হাবিব (সজল), মোঃ শওকত হাসান।

সাধারণ সদস্য ওয়ার্ড-২ (গোয়ালন্দ) পদে মোঃ ফারুক ইকবাল চৌধুরী, মোঃ ইউনুস মোল্লা, আবুল কালাম আজাদ মনোনয়ন পত্র দাখিল করেছে।

সাধারণ সদস্য ওয়ার্ড-৩ (পাংশা) পদে মোঃ আবুল কাসেম সরোয়ার, গোবিন্দ কুমার কুন্ডু, নিজাম উদ্দিন, মোঃ হুমায়ুন কবির, মোঃ কামরুজ্জামান খান, মোঃ হাবিবুর রহমান, পাংশা উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও সাবেক জেলা পরিষদ সদস্য উত্তম কুমার কুন্ডু, মোঃ আব্দুল ওহাব মন্ডল, মোহাম্মদ হাবিবুর রহমান মিয়া, মোঃ গোলাম মস্তফা (লুলু) মনোনয়ন পত্র দাখিল করেছে।

সাধারণ সদস্য ওয়ার্ড-৪ (বালিয়াকান্দি) পদে সাবেক ছাত্রলীগ নেতা আবুল কালাম আজাদ, সাবেক ইউপি সদস্য মোঃ মাসুদ রানা, মোঃ শামিম মিয়া, মোঃ আবদুস বারিক বিশ্বাস, আবদুস সাত্তার খান, মুহাম্মদ রোহনুজ্জামান মনোনয়ন পত্র দাখিল করেছে।

সাধারণ সদস্য ওয়ার্ড-৫ (কালুখালি ) পদে মনোনয়ন পত্র দাখিল করেছে মোঃ খাইরুল ইসলাম, এ বি এম রোকনুজ্জামান, মোঃ জাকির হোসেন মোল্লা, মোঃ রফিকুল ইসলাম, মোঃ ইউসুফ হোসেন, মোঃ রাসেল আহম্মেদ, মোঃ আজিজুল ইসলাম।

জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান জানান,আগামী ১৮ সেপ্টেম্বর যাচাই-বাছাই, ২৫ সেপ্টেম্বর প্রত্যাহারের দিন ধার্য্য করা হয়েছে। এছাড়া ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে।

(একেএমজি/এসপি/সেপ্টেম্বর ১৫, ২০২২)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test