E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভোগান্তির আরেক নাম বাদিয়াখালী-মনোহরপুর সংযোগ সড়ক

২০২২ সেপ্টেম্বর ১৫ ২৩:০৪:০৭
ভোগান্তির আরেক নাম বাদিয়াখালী-মনোহরপুর সংযোগ সড়ক

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের সুখানদিঘী বাজারের পশ্চিমে আজাহারের মোর হতে পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়ন এর কুমেদপুর বাজার (কাফী চেয়ারম্যান এর বাড়ির সামনে পযন্ত) পযন্ত প্রায় ১ কিলোমিটার কাচা রাস্তার বেহাল অবস্থা। দুই উপজেলার দুই ইউনিয়নবাসীর চলাচলের গুরুত্বপূর্ণ রাস্তাটি কতৃপক্ষের অবহেলায় আজ মরণফাঁদে পরিনিত হয়েছে।

একটু বৃষ্টি হলেই রাস্তাটি হাঁটাচলার অযোগ্য হয়ে পড়ে,অথচ্য এই রাস্তা দিয়ে শিশু কিশোর যুবকেরা স্কুল কলেজ মাদ্রাসায় নিয়মিত চলাচল করে। বৃদ্ধ মানুষদের হাটবাজার করতে যায় অত্যন্ত কষ্ট করে, অসুস্থ রুগীদের হাসপাতালে নিতে পোহাতে হয় ভোগান্তি। এমনকি এই রাস্তা দিয়ে চলাচল করতে যেয়ে অনেকেই দুর্ঘটনার কবলে পড়েছে। দুই উপজেলার সিমান্তবর্তী রাস্তা হওয়ায় রাস্তাটি পাকাকরনে স্থানীয় জনপ্রতিনিধীদেরও তেমন কোনও ভূমিকা না থাকায় ভোগান্তি আরও বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন পলাশবাড়ী থেকে দায়িত্বশীলরা অনেকবার এসে রাস্তাটি মাপযোক করে গেলেও আসেনি কোনও সুরাহা। এমতাবস্থায় রাস্তাটির দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

(এসআইআর/এএস/সেপ্টেম্বর ১৫, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test