E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইভান হত্যা মামলায় আরও তিন আসামি গ্রেফতার

২০২২ সেপ্টেম্বর ১৭ ১৪:৩৫:৩৫
ইভান হত্যা মামলায় আরও তিন আসামি গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড়ে দুই কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে আসকার বিন তারেক ইভান (১৮) খুনের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত টিপ ছোড়া উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সজীব নাথ (১৯),  সৌভিক পাল (২০) ও মো. শাখাওয়াত হোসেন (২০)। 

পুলিশ জানায়, নিহত ইভানসহ মারামারিতে জড়িত সবাই ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত। জামালখানে ফুটপাতের পাশে চেয়ারে বসা নিয়ে ঝগড়ার একপর্যায়ে সংঘাতের জেরে প্রাণ হারায় কলেজ ছাত্র ইভান।

গত ২২ এপ্রিল রাতে দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে নিহত হয় ইভান। পরদিন তার বাবা সৈয়দ মোহাম্মদ তারেক বাদি হয়ে কোতোয়ালী থানায় ৮ জনকে আসামি করে হত্যা মামলা করেন। ঘটনার দিন রাতেই শোভন নামের এক আসামিকে গ্রেফতার করা হয়। নিহত ইভান বিএএফ শাহীন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির বলেন, বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে চেরাগী পাহাড় ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ইভান হত্যায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে গ্রেফতার সজীব জামালখান বাই লেইনের একটি নালার ভিতর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ১টি টিপ ছোরা দেখিয়ে দেয়। এসময় সেটি উদ্ধার করা হয়।

হত্যাকাণ্ডে জড়িত মোট ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি।

(জেজে/এএস/সেপ্টেম্বর ১৭, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test