E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

অবশেষে ময়মনসিংহের পাটগুদাম ব্রীজ মোড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ 

২০২২ সেপ্টেম্বর ১৭ ১৯:০৯:২০
অবশেষে ময়মনসিংহের পাটগুদাম ব্রীজ মোড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ 

নিহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : শনিবার সকাল থেকে জেলা প্রশাসন ও  পুলিশ  প্রশাসনের যৌথ  উদ্যেগে ময়মনসিংহ নগরীর গুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম এলাকা পাটগুদাম ব্রীজ মোড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

অভিযান প্রায় শতাধিক অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ করা হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, অভিযানে অংশ গ্রহন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদ রানা, সড়ক ও জনপথের প্রকৌশলী, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুল ইসলাম, সদর সার্কেল শাহিনুল ইসলাম ফকির, সহকারী কমিশনার ভূমি অফিসার ইবনে মিজান, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ পিপিএম (বার), ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান, ওসি অপারেশন ওয়াজেদ আলীসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আইন শৃংখলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

(এনআরকে/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০২২)

পাঠকের মতামত:

০৯ ডিসেম্বর ২০২২

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test