E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেশবপুরে কৃষকদের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ

২০২২ সেপ্টেম্বর ১৮ ১৮:৪০:৪৩
কেশবপুরে কৃষকদের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে রবিবার সকালে কৃষকদের মাঝে মাসকলাই এর বীজ ও রাসায়নিক সার দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পরিষদ চত্বরে কৃষকদের মাঝে এ বীজ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন কৃষকদের মাঝে মাসকলাই এর বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ আলতাফ হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাস, সাংবাদিক নূরুল ইসলাম খান প্রমুখ। ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে মাসকলাই এর আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪০ জন কৃষককে ৫ কেজি করে মাসকলাই বীজ, ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে পটাশ দেওয়া হয়েছে।

(এসএ/এসপি/সেপ্টেম্বর ১৮, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test