E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ায় ইছামতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত

২০২২ সেপ্টেম্বর ১৯ ১৫:২২:৪৩
বগুড়ায় ইছামতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত

এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : বগুড়া জেলার গাবতলী উপজেলার তরণী হাট সংলগ্ন ইছামতি নদীতে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ নৌকা বাইচ। রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল তিনটায় উপজেলার বালিয়াদিঘী ইউনিয়ন শাখা কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড়ে ভীড় করে অসংখ্য নারী-শিশুসহ সব বয়সী মানুষ। প্রতিযোগিতাকে ঘিরে বসে মেলা।

নৌকা বাইচে বগুড়া জেলার গাবতলী, সারিয়াকান্দি, সোনাতলা, ধুনট ও শাজাহানপুর উপজেলার ১৪টি নৌকা অংশ নেয়। প্রথম রাউন্ডে সবগুলো নৌকা অংশ নিলেও পরে সেখান থেকে ৮ টি দল কোয়ার্টার ফাইনালে ওঠে। এরপর সেমিফাইনালে ‘সততা’ বনাম `নয়নের মনি’ এবং `একতা’ বনাম `আল্লাহ ভরসা’র মধ্যে ফাইনালে ওঠার লড়াই অনুষ্ঠিত হয়। সেমিফাইনালে জয় নিয়ে ফাইনালে চূড়ান্ত প্রতিযোগীতায় অবতীর্ণ হয় `আল্লাহ ভরসা’ এবং `সততা’। চূড়ান্ত প্রতিযোগিতায় `আল্লাহ ভরসা’কে হারিয়ে `সততা’ বিজয়ী হয়। প্রতিযোগিতায় `নয়নের মনি’ ৩য় এবং `একতা’ ৪র্থ স্থান অর্জন করে।

নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে বালিয়াদিঘী ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি শাহ নেওয়াজ জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী। এতে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, সমাজসেবক জোবায়দা আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার নজরুল ইসলাম, গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী, বগুড়া জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী হিরো, ডিবি পুলিশের ওসি সাইহান ওলিউল্লাহ, গাবতলী মডেল থানার ওসি সনাতন সরকার, বালিয়াদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস আলী ফকির প্রমুখ।

প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারী দলকে পুরস্কার হিসেবে একটি বড় গরু, ২য় স্থান অর্জনকারী দলকে একটি ছোট গরু, ৩য় স্থান অর্জনকারী দলকে একটি বড় খাসি এবং ৪র্থ স্থান অর্জনকারী দলকে একটি ছোট খাসি দেওয়া হয়।

(এটিআর/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০২২)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test