E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কমিউনিটি সেন্টারে উপজেলা প্রশাসন, পরিষদের ভাড়া ভবনে ‘থানা’!

২০২২ সেপ্টেম্বর ২০ ১৫:২৪:৫১
কমিউনিটি সেন্টারে উপজেলা প্রশাসন, পরিষদের ভাড়া ভবনে ‘থানা’!

জে. জাহেদ, চট্টগ্রাম : বহু আগেই কর্ণফুলী উপজেলা কমপ্লেক্স ভবন বাস্তবায়নে ৬৩ কোটি টাকার বড় প্রকল্প অনুমোদন হয়েছে। অপরদিকে, থানা কাম-ব্যারাক নির্মাণে সিডিএ আবাসিক এলাকায় জমি বরাদ্দ পেয়েছে প্রায় ৮ বছর আগে। কিন্তু নানা জটিলতা আর অবকাঠামোগত উন্নয়নের অভাবে গত ২৩ বছর ধরে কর্ণফুলী থানার কার্যক্রম চলছে ইউনিয়ন পরিষদের কয়েকটি ভাড়া রুমে। আর ৫ বছর ধরে উপজেলা প্রশাসনের কার্যক্রম চলছে কমিউনিটি সেন্টারের কয়েকটি রুমে।

তথ্য সুত্রে জানা যায়, এক্ষেত্রে শিকলবাহা রিভারভিউ কমিউনিটি সেন্টারকে অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করায় উপজেলা প্রশাসনকে ভাড়া গুনতে হয় প্রতিমাসে দুই লক্ষ ৫০ পঞ্চাশ হাজার টাকা। এর মধ্যে উপজেলা ভূমি অফিসকে গুনতে হয় ৪০ হাজার টাকা। ওদিকে, সিএমপির কর্ণফুলী থানাকে চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদকে ভাড়া প্রদান করতে হয় প্রতিমাসে এক লক্ষ ২০ হাজার টাকার উপরে।

এভাবে উপজেলার দুই গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানকে প্রশাসনিক দৈনন্দিন দাপ্তরিক কাজকর্ম পরিচালনা করতে নানা হিমশিম খেতে হয়। জায়গার সংকুলান হয় না। জরাজীর্ণ ভবনে অনেকটা ঝুঁকিতে তথ্য উপাত্ত সংরক্ষণ করতে হচ্ছে। ফলে, উপযুক্ত স্থান সঙ্কট ও নিজস্ব আবাসন ও দাপ্তরিক অফিস সঙ্কটে ভুগেছেন উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। থানার পরিধি বেড়েছে, কিন্তু সুযোগ-সুবিধা বাড়েনি।

জানা গেছে, কর্ণফুলী থানা কাম-ব্যারাক নির্মাণের জন্য সিডিএ কর্ণফুলী আবাসিক এলাকায় ১৫ দশমিক ১১ কাঠা জমি বরাদ্দ দেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। ২০১৪ সালের ৩০ জুন জারি করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্মারকমূলে ১৫ কাঠা জমি কিনে নেয় সিএমপি। কিন্তু পুলিশ সদর দফতর থেকে ৮ তলা বিশিষ্ট থানা ভবন নির্মাণের যে নকশা পাঠানো হয়েছে, সেই নকশায় সিডিএ’র জায়গায় ভবন হবে না। নকশা অনুযায়ী আরো সাড়ে তিন কাঠা জমি প্রয়োজন। এতেই থানা ভবন নির্মাণ কাজ থমকে যায়।

২০০০ সালের ২৭ মে চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদ এর পুরাতন ভবনে কার্যক্রম শুরু হয়। পরিষদের জরাজীর্ণ-ভবনের কিছু অংশ মাসিক ৩৫ হাজার টাকা ভাড়ায় নেয়। পরে তা বেড়ে দাঁড়ায় ১ লক্ষ টাকার উপরে। ১৯৭৮ সালের ৩০ নভেম্বর অধ্যাদেশের মাধ্যমে কার্যক্রম শুরু করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

অন্যদিকে, কর্ণফুলী উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণে শিকলবাহা মৌজার ৬ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। ২০১৭ সালের ২৯ এপ্রিল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে কর্ণফুলী। এলাকাবাসীর দাবির মুখে ২০১৬ সালে ১ মার্চ স্থানীয় সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী কর্ণফুলী উপজেলা গঠনে জনগণের ইচ্ছা ও যৌক্তিকতা জানিয়ে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক পত্র দেন। এই পত্রের ফলশ্রুতিতে প্রধানমন্ত্রী এই অঞ্চলের জনগণের দীর্ঘদিনের ইচ্ছের বাস্তবায়নে উপজেলা গঠনের জন্য মন্ত্রী পরিষদ বিভাগকে অনুশাসন দেন। ২০১৬ সালে ১৭ জুলাই গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে কর্ণফুলী উপজেলা গঠনের চূড়ান্ত আদেশ জারি করা হয়।

থানার পুলিশ সদস্যরা জানান, ‘অস্থায়ী থানা ভবন গ্রামের ভিতরে হওয়ায় ঘটনাস্থলে আসা যাওয়া করতে অসুবিধা হয়। একইভাবে থানায় সেবা নিতে আসা লোকজনকেও ভোগান্তি পোহাতে হয়। তাছাড়া পর্যাপ্ত খালি জায়গা না থাকায় জব্দ করা গাড়ি ও মালামাল রাখতে সমস্যায় পড়তে হয়।’

কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী বলেন, ‘ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি কর্ণফুলীকে উপজেলা বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালন করেন। উপজেলা কমপ্লেক্স ও অন্যান্য প্রকল্প বাস্তবায়নেও তিনি সব ধরনের সহযোগিতা করছেন। উপজেলা ভবন নির্মাণে অলরেডি কাজ শুর হয়েছে।’

ইউএনও’র অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী বলেন,‘ প্রতিনিয়ত দাপ্তরিক কার্যক্রম ও সেবাগ্রহীতার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু অপ্রতুল ও অবিন্যস্ত অবকাঠামোর জন্য সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। আশাকরি শিগগিরই তা কাটিয়ে উঠবে।’একাধিকবার কল হলেও কর্ণফুলী থানার ওসি মোঃ দুলাল মাহমুদের বক্তব্য পাওয়া যায়নি।

বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা জানান, ‘যতদুর জানি বিষয়টি প্রক্রিয়াধীন; আশা করি শিগগিরই কর্ণফুলী থানার নিজস্ব কাম-ব্যারাক ও ভবন হবে।’

(জেজে/এসপি/সেপ্টেম্বর ২০, ২০২২)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test