E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শৈলকুপায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ১৫

২০২২ সেপ্টেম্বর ২০ ১৫:২৭:৩২
শৈলকুপায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ১৫

শেখ ইমন, শৈলকুপা : ঝিনাইদহের শৈলকুপায় দোকানে মোবাইল রাখাকে কেন্দ্র করে দু-দল গ্রামবাসীর সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১৫ জন। এসময় ৩ বাড়ী ভাংচুর করা হয়। মঙ্গলবার সকালে উপজেলার চর গোলকনগর গ্রামে এ ঘটনা ঘট।

এলাকাবাসী জানায়, গতকাল ওই গ্রামের ইউনুস মন্ডলের চায়ের দোকানে মোবাইল রেখে বাড়ি চলে যায় একই গ্রামের ইউসুফ মোল্লা। পরে মোবাইল নিতে এলে ইউনুস তা নিজের বলে দাবি করে। এ নিয়ে ওইদিন ইউনুস ও ইউসুফের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনায় গতদিন দুপুরে উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংষর্ঘে বেশ কয়েকজন আহত হয়।

আজ সকালে একই ঘটনার জেরে গ্রাম্য মাতব্বর বাদশা মণ্ডলের লোকজনের সাথে সংঘর্ষ বাধে আরেক মাতব্বর কুদ্দুস মোল্ল্যার সমর্থকের । এতে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন । আহত হয় উভয় পক্ষের অন্তত ১৫ জন।

আহতরা হলেন রাশেদ, মধু মণ্ডল, কোরবান মণ্ডল, রোকেয়া , শিপন মণ্ডল, শখি, সের আলী ,আজাদ ও আজিজুল। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ইউনুস মণ্ডল, , রাশেদ মণ্ডল, উম্বাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদরে ফরিদপুর মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে।

উল্লেখ্য একই ঘটনায়, গত কাল দুপুরে দুইদল গ্রাম বাসীর সংঘর্ষে আহত হন অন্তত আরো ১০ জন। সেসময়ও ১ টি দোকান ও ২টি বাড়ি ভাঙচুর করা হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন, চরগোলপ নগর গ্রামে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত আভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

(এসই/এএস/সেপ্টেম্বর ২০, ২০২২)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test