E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

“হুদহুদ আতংকে উদ্বিগ্ন উপকূলের মানুষ”

কলাপাড়ার ১০টি গ্রাম প্লাবিত

২০১৪ অক্টোবর ১১ ১৮:৩১:১৩
কলাপাড়ার ১০টি গ্রাম প্লাবিত

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি : ঘূর্ণিঝড় “হুদহুদ” আতংকে উদ্বিগ্ন হয়ে পড়েছে সমুদ্র উপকূলীয় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মানুষ। শুক্রবার রাত থেকে প্রবল বৃষ্টি , সাগর ও নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি এবং দমকা বাতাস বয়ে যাওয়ার কারনে সবচেয়ে বেশি আতংকিত হয়ে পড়েছে উপজেলার বেড়িবাঁধের বাইরের হাজার হাজার পরিবার।

আন্ধারমানিক ও শিববাড়িয়া নদীর পানির বৃদ্ধি পাওয়ায় শনিবার সকালে ও বিকালে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের তিনটি ফেরিই প্রায় পাঁচ ফুট পানিতে তলিয়ে যায়। এতে কুয়াকাটার সাথে সারাদেশের সড়ক যোগাযোগ ৪ ঘন্টা বন্ধ থাকে। এদিকে হুদহুদ আতংকে কুয়াকাটায় ভ্রমনে আসা হাজার হাজার পর্যটক শনিবার দুপুর থেকে কুয়াকাটা ছাড়তে শুরু করেছে। ঈদের ছুটিতে কুয়াকাটায় হাজার হাজার পর্যটকদের সমাগম হলেও হঠাৎ ঝড় আতংক ও সাগর উত্তাল হয়ে ওঠায় পর্যটকরা কুয়াকাটা ছাড়ছে বলে স্থানীয় হোটেল ব্যবসায়ীরা জানান।

শনিবার সকালে উপজেলার লালুয়া ইউনিয়নের চাড়িপাড়া ও নাওয়াপাড়া বেড়িবাঁধের ভাঙ্গা অংশদিয়ে রাবনাবাদ নদীর জোয়ারের পানি প্রবেশ করায় তলিয়ে গেছে ১০টি গ্রাম। তলিয়ে গেছে হাজার হাজার একর আমনের ক্ষেত। ৪/৫ ফুট পানিতে প্লাবিত হওয়ায় এসব এলাকার অন্তত চার শতাধিক পরিবার বাঁধ ও নিরাপদ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে বলে স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান জানান। এ কারনে অন্তত ১২ হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছে।

এদিকে প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে কুয়াকাটা ও তৎসংলগ্ন গভীর সাগরবক্ষে অন্তত দুই শ’ ট্রলার নিয়ে ইলিশ শিকারে গিয়ে উত্তাল সাগরে জীবনহানির শঙ্কায় পড়েছে সহস্রধিক জেলে। ট্রলার মালিকদের অতি লোভের যোগান দিতে গিয়ে এসব জেলেরা নিজের জীবনকে বিপন্নের দিকে ঠেলে দিয়েছে। ঘুর্ণঝড় অতি প্রবল হুদহুদ এর প্রভাবে শুক্রবার থেকে সাগর ভয়াল উত্তাল হয়ে গেছে। ফলে সাগরে ট্রলার নিয়ে জেলেদের অবস্থান চরম ঝুঁকির কবলে পড়েছে। অপরদিকে কিনারে ফিরতে পারছে না মৎস্য বিভাগের ভ্রাম্যমাণ আদালতের অভিযোনের ভয়ে। ঘুর্ণিঝড় ভয়াল আকার ধারণ করলে এসব ট্রলার ডুবির প্রবল শঙ্কা দেখা দিয়েছে। আর একারণে কুয়াকাটাসহ কলাপাড়া উপকূলের জেলে পরিবারে এখন চলছে চরম উদ্বেগ।

খেপুপাড়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঘুর্নিঝড় হুদহুদ বর্তমানে পায়রা সমুদ্র থেকে ৮৫৫ কিলোমিটার দক্ষিন- দক্ষিণ পশ্চিম অবস্থান করছে। শুক্রবার রাত থেকে শনিবার বিকেল ৩টা পর্যন্ত কলাপাড়ায় ২২ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখানকার উপকূলে জোয়ারে পানির উচ্চতা বাড়ার আশঙ্কা রয়েছে বলে তারা জানান।

(এমকেআর/এটিআর/অক্টোবর ১১, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test