E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজনগরে জমি দখলকে কেন্দ্র করে প্রাণ গেলো দুই ভাইয়ের, পরিবারে শোকের মাতম!

২০২২ সেপ্টেম্বর ২৩ ২৩:৩৭:৩৮
রাজনগরে জমি দখলকে কেন্দ্র করে প্রাণ গেলো দুই ভাইয়ের, পরিবারে শোকের মাতম!

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারের রাজনগরে জমি দখল এবং দখল করা জমিতে গাছ লাগানোকে কেন্দ্র করে সালিশ পক্ষের ২ জনেক কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা সম্পর্কে আপন দুই ভাই। এঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ৪ জন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা সঙ্কটাপন্ন বলে জানা গেছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের তুলাপুর প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখস্থ ওয়াপধা সড়কে এই লোমহর্ষক ঘটনাটি ঘটে জানিয়েছে পুলিশ । একই পরিবারের আপন দুই ভাই নিহতের এঘটনায় ওই এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

সূত্র জানায়, শুক্রবার দুপুর আড়াইটার দিকে একই উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুনামপুর গ্রামের রনু দাশ’র পুত্র রাজু দাশসহ তার ভাইয়েরা তুলাপুর এলাকায় নিজেদের জমি দাবী করে বৃক্ষ রোপণ করতে আসে। তাৎক্ষনিক স্থানীয় ইউপি সদস্য লুৎফুর মিয়া জমি দাবীকারী অপর পক্ষের ধীরু বাবু’র পক্ষ থেকে সালিশি করে আপাতত গাছ না লাগাতে বারণ করেন। এতে রাজু দাশ ও তার ভাইয়েরা ক্ষিপ্ত হয়ে লুৎফুর মেম্বারসহ অন্যান্য সালিশীদের উপর হামলা করে এলোপাতাড়ি কুপাতে থাকে। এসময় দায়ের কুপে তুলাপুর গ্রামের নূর মিয়ার পুত্র কাজল মিয়া (২৫) ও তার বড় ভাই হেলাল মিয়া (৪০), অপর পক্ষের ধীরু বাবুর ভাতিজা ও রনজিৎ দাশ’র পুত্র উত্তম দাশ ও লুৎফুর মেম্বারের ভাই পংকি মিয়াসহ আরো
বেশ কয়েকজন আহত হন।

এসময় আশঙ্কাজনক অবস্থায় কাজল মিয়া, হেলাল মিয়া,উত্তম দাশ ও পংকি মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথেই মৃত্যু হয় কাজল মিয়া ও ভাই হেলাল মিয়ার। আর উত্তম দাশ ও পংকি মিয়া’র অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় শুক্রবার সন্ধ্যায় জানান,বর্তমানে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় হামলাকারী ৩ জনকে আটক করা হয়েছে। তিনি জানান,মূলত জমি দখলকে কেন্দ্র করে এঘটনা ঘটেছে। তিনি আরো জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ঘটনার খবর পেয়ে মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার ও অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

এদিকে কী কারনে এমন নির্মম ঘটনার সৃষ্টি হয়েছে সে বিষয়ে খোঁজ নিয়ে ওই এলাকার স্থানীয় একটি সূত্র জানায়, দীর্ঘদিন যাবৎ তুলাপুর গ্রামে জমি নিয়ে বিরোধ চলছিল সুনামপুর গ্রামের রাজু দাশদের সাথে তুলাপুর গ্রামের ধীরু বাবু গংদের। ওই জমি দখল করতে রাজু দাশরা প্রায় ৩ কিলোমিটার দূরের পথ অতিক্রম করে শুক্রবার তুলাপুর গ্রামে গাছ লাগাতে আসলে লোমহর্ষক এই ঘটনাটি ঘটে,আর তাতে নিভে যায় দুই জীবন প্রদীপ।

ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান নকুল দাস বলেন,দুপক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধের কারনেই এই ঘটনা। তবে হামলাকারীরা চাকুসহ দেশীয় অস্ত্র ব্যবহার করায় ধারনা করছি পূর্ব পরিকল্পিত হামলা এটি। তিনি আরো বলেন,যে দুই ভাইকে হত্যা করা হয়েছে তাদের পরিবারে মা ছাড়া আর কেই নেই। মা দুই ছেলেকে হারিয়ে বারবার অজ্ঞান হয়ে পড়ছেন।

(একে/এএস/সেপ্টেম্বর ২৩, ২০২২)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test