E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে দুর্গা পূজার নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা 

২০২২ সেপ্টেম্বর ২৫ ১৮:৩৯:০৩
ফরিদপুরে দুর্গা পূজার নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা 

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে শহরের কোতোয়ালি থানায় সামাজিক নিরাপত্তা, ধর্মীয় সম্প্রীতি এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা নিরাপত্তা সংক্রান্ত এক মতবিনিময় সভা গতকাল শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম সেবা।

বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ ইশতিয়াক আরিফ,
ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী, বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ শাহজাহান, সাংবাদিক পান্না বালা, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যাপক মোঃ কামাল হোসেন, ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, ফরিদপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি ও এন টিভির জেলা প্রতিনিধি সঞ্জীব দাস, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ননীগোপাল রায়, ফরিদপুর জেলা শ্রমিক লীগের আহ্বায়ক গোলাম মোহাম্মদ নাসির, যুব মহিলা লীগের আহবায়ক রোকসানা আহমেদ মেহেবী, ফরিদপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর হানিফ শেখ, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইদ্রিস খান, বিশ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান শামীম, মাচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোহাম্মদ জাহিদ মুন্সি, কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোহাম্মদ বেলায়েত হোসেন, চর মাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা সাইফুল ইসলাম, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, ইসলামী আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি মোস্তফা কামাল, শহর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চিরঞ্জিত রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি ডাক্তার প্রকাশ স্বরূপ রায় , শ্রীধাম শ্রীঙ্গনের সাধারণ সম্পাদক নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী। অনুষ্ঠান পরিচালনা করেন কোতোয়ালি থানের এস আই সুজন বিশ্বাস।

সভায় বক্তারা বলেন ফরিদপুর জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করেছে। কেননা বিগত কোন বছরেই পুজো চলাকালীন অবস্থায় কোন অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি। এবারও তো হবে না বলে সভায় জানান। বক্তারা বলেন কেন্দ্র নির্দেশিত যে ২১ টি নির্দেশিকা দেয়া হয়েছে । তা সবাইকে মেনে চলতে হবে।

এছাড়া পূজাতে যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে এবং কোন অপ্রীতিকর ঘটনার খবর না ঘটে সেজন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে পুলিশ সুপার মোঃ শাহজাহান বলেন আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করব। একে অন্যের পাশে দাঁড়াবো । এবং কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরকে সহায়তা করব। তিনি এ পূজার সফলতা কামনা করেন এবং এক্ষেত্রে ফরিদপুর জেলা পুলিশের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

(ডিসি/এসপি/সেপ্টেম্বর ২৫, ২০২২)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test