E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আইনি লড়াই শেষে প্রার্থিতা ফিরে পেলেন আলাবক্স তাহের টিটু

২০২২ সেপ্টেম্বর ২৬ ১৬:০১:৩১
আইনি লড়াই শেষে প্রার্থিতা ফিরে পেলেন আলাবক্স তাহের টিটু

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নোয়াখালির আলাবক্স তাহের টিটুর মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং অফিসার ও অ্যাপিলেট অথরিটির দেয়া আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে টিটুর মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে বলে জানান তার আইনজীবী।

সেই সঙ্গে টিটুর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না-এই মর্মে রুল জারি করেন আদালত। গতকাল রোববার বিচারপতি মো:রূহুল কুদ্দুস এবং বিচারপতি এস এম মনিরুজ্জামানের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। টিটুর আইনজীবী ব্যারিস্টার রূহুল কুদ্দুস কাজল বলেন, গত ১৮ সেপ্টেম্বর ঋণখেলাপির অভিযোগে নোয়াখালী জেলা পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী আলাবক্স তাহের টিটুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

এছাড়া সাধারণ সদস্য প্রার্থী ৫ জন ও সংরক্ষিত সদস্য পদে ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। ওই ঘটনায় জেলা নির্বাচন কর্মকর্তা মেসবাহ উদ্দিন প্রতিবেদককে জানান, সোশ্যাল ইসলামী ব্যাংকে চেয়ারম্যান প্রার্থী আলাবক্স তাহের টিটুর খেলাপি ঋণ থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

টিটু'র সমর্থকরা দাবী করেন, একটি মহল আলাবক্স তাহের টিটুর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এমনটি করেছে।

নির্বাচন কমিশেনর কাছে ভোটারদের দাবী সুষ্ঠ ভাবে ভোট গ্রহণের। ভোটের মাঠে কোনপ্রকার হুমকি ধমকি কিংবা কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে ব্যাপারে সংশ্লিষ্ঠ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভোটারগণ।

আগামী ১৭ অক্টোবর এই জেলা পরিষদ নির্বাচন। জেলায় ভোটার সংখ্যা ১ হাজার ৩০৬ জন। যার মধ্যে পুরুষ ৯৯৮, আর নারী ভোটার রয়েছেন ৩০৮ জন।

(আইইউএস/এএস/সেপ্টেম্বর ২৬, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test